বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ‘জাতীয় শোক দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
0হানিফ বলেন, ‘জিয়ার ক্ষমতা গ্রহনের পর তার আসল চেহারা প্রকাশ পায়। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচাতে ইনডেমনিটি আইন করেছিলেন। সেই সঙ্গে স্বাধীনতাবিরোধীদের দেশের দায়িত্ব দিয়ে পুরস্কৃত করেছিলেন। তাই আমার কখনোই বিশ্বাস হয় না, জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট।’
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসিত করে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে এদেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিতে কাজ করেছিলেন।’
একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তিগুলো ধর্মীয় ছদ্মবেশে এখনও তৎপর রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘একাত্তরে এ স্বাধীনতাবিরোধীরা মানুষ হত্যা করেছিল। সেই শক্তিই এখন নিলয়, রাজীব ও অভিজিতের মতো মুক্তমনাদের হত্যা করছে। তারা ধর্মীয় ছদ্মবেশে একেক সময় একেক নামে তৎপর ছিল, এখনও তৎপর রয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রমুখ।10 Aug, 2015 বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত ‘জাতীয় শোক দিবস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘জিয়ার ক্ষমতা গ্রহনের পর তার আসল চেহারা প্রকাশ পায়। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের বাঁচাতে ইনডেমনিটি আইন করেছিলেন। সেই সঙ্গে স্বাধীনতাবিরোধীদের দেশের দায়িত্ব দিয়ে পুরস্কৃত করেছিলেন। তাই আমার কখনোই বিশ্বাস হয় না, জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ছিলেন পাকিস্তানের এজেন্ট।’
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসিত করে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করে এদেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিতে কাজ করেছিলেন।’
একাত্তরের স্বাধীনতাবিরোধী অপশক্তিগুলো ধর্মীয় ছদ্মবেশে এখনও তৎপর রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘একাত্তরে এ স্বাধীনতাবিরোধীরা মানুষ হত্যা করেছিল। সেই শক্তিই এখন নিলয়, রাজীব ও অভিজিতের মতো মুক্তমনাদের হত্যা করছে। তারা ধর্মীয় ছদ্মবেশে একেক সময় একেক নামে তৎপর ছিল, এখনও তৎপর রয়েছে।
সভায় আরো বক্তব্য রাখেন- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রমুখ। উৎসঃ বাংলামেইল
Bolar moto kicu paitecina
attato notun pagol oisa….
Md Azizul liked this on Facebook.
abe hala tui ki chili.rajakar
তোর বাপ ছিলো জাল্লার পো জাল্লা
Abdur Rob Bachu liked this on Facebook.
Sudeepta Das Sumon liked this on Facebook.
Mijanur Rohaman liked this on Facebook.
তোর বাবা ছিল। মাদার চোদ
হানিফ তুমি মুক্তি কি আগে ভালো করে জানো
Md Anis Pekua liked this on Facebook.
amar mone hoy unar Maa thik Bolte parbbee unar ashol Baap ta kee………….?
Jahangir Kabir liked this on Facebook.
M Sumon Ahmeed liked this on Facebook.
হ্যাঁ মিঞা আপনার কথা ঠিক । খুশী ? ত্রবার ক্ষ্যান্ত দেও । বিরক্ত করনা আর ওকে ?
Tur bap silo
কি ছিল. ?? তাহলে কি মুক্তি সেনা