দাতাদের সঙ্গে গ্রিসের ঋণ সংকটের ফলে সুদ পরিশোধ বাবদ খরচ বাঁচিয়ে ১০ হাজার কোটি ইউরো লাভ হয়েছে জার্মানির। এ অর্থের পরিমাণ জার্মানির বাৎসরিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তিন শতাংশের বেশি।
ঋণ সংকটে টালমাটাল ইউরোপের বিনিয়োগকারীরা জার্মানিকে নিরাপদ বিনিয়োগস্থল বিবেচনা করে জার্মান বন্ড ক্রয়ে আগ্রহ দেখান। ২০১০ থেকে ২০১৫ সালের মধ্যে ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে এই অর্থ কম ব্যয় করতে হয়েছে জার্মান সরকারকে।
আইডব্লিউএইচ ইনস্টিটিউট নামে একটি জার্মান সংস্থার গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ওই গবেষণায় বলা হয়েছে, বর্তমান সংকটের কারণে এমনকি গ্রিক সরকার যদি সবধরনের ঋণের ক্ষেত্রে দেউলিয়াও হয় তাতেও জার্মানির লাভ হবে।
অথচ জার্মানির দাবি হলো- গ্রিসের বর্তমান সংকটের কারণে তাদের করদাতাদের ক্ষতি হচ্ছে। জার্মানির এ দাবি বিষয়ে ওই গবেষণায় কিছু বলা হয়নি। তবে জার্মানির বর্তমান ভারসাম্যপূর্ণ বাজেটকে ‘অনেক পরিমাণেই ইউরোপের ঋণ সংকটের কারণে আগের তুলনায় তাদের কম সুদ হার পরিশোধের ফল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: বিবিসি
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Md Bablo liked this on Facebook.