জন্মদিন পালন ঠেকাতে খালেদাজিয়ার বিরুদ্ধে মামলা

ঢাকা: ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে জন্মদিন পালন ঠেকাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে বরিশাল আদালতে মামলা হয়েছে।

 

বিএম কলেজের ছাত্র কর্মপরিষদের ভিপি মঈন তুষার সদর সিনিয়র সহকারী জজ আদালতে আজ সোমবার দুপুর ১টায় মামলাটি করেন।

 

মামলাটি গ্রহণ করে আদালতের বিচারক এইচ এম কবির হোসেন তা অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী কে বি এস আহমেদ কবির বলেন, খালেদা জিয়ার জন্মদিন হলো ১৯৪৬ সালের ৯ সেপ্টেম্বর। ১৫ আগস্ট তাঁর জন্মদিন না হওয়া সত্ত্বেও এই দিনে জন্মদিন পালন করেন তিনি। এ কারণেই আমার মক্কেল মঈন তুষার প্রতিকার চেয়ে আদালতের মামলাটি করেছেন।

এই মামলার বিবাদিরা হলেন যথাক্রমে বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, বরিশাল জেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি এবায়েদুল হক, উত্তর জেলা সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী এনায়েত হোসেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

১৪ thoughts on “জন্মদিন পালন ঠেকাতে খালেদাজিয়ার বিরুদ্ধে মামলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *