সিলেটের রাজন, খুলনার রাকিবসহ সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় শিশুদের উপর বর্বরতা ও নির্মম হত্যাকা-ের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে সোমবার এক প্রতিবাদ র্যালি শেষে মানববন্ধনের আয়োজন করা হয়।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত রাজন, রাকিব, রবিউল ও নাজিমসহ শিশু হত্যার বিচার দাবিতে সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে প্রতিবাদ র্যালি বের হয়। আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহজাহান মন্ডলের নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আনিছুর রহমান।
র্যালিটি বিশ্ববিদ্যালয়ের সবগুলো অনুষদ ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের মেইন গেটে গিয়ে শেষ হয়। র্যালি শেষে মেইন গেটে মানববন্ধনে করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এতে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেবা মন্ডল, সহকারী অধ্যাপক রেহেনা পারভীন, আনিছুর রহমানসহ বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না হওয়ার কারণে দেশে শিশুর প্রতি নির্যাতনের মাত্রা বেড়ে গেছে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুর উপর সহিংসতা বন্ধ না হলে জাতির ভবিষ্যত ধ্বংসের দিকে ধাবিত হবে। তাই দেশের ভবিষ্যত কর্ণধার শিশুদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন- সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় শিশুদের উপর অমানুষিক অত্যাচার করে হত্যা করার ঘটনা ঘটেছে। শিশুর উপর সহিংসতা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
Mizanur Rahman liked this on Facebook.
Monju Jahed liked this on Facebook.
Anjana Alam liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Zakir Hussain liked this on Facebook.
Md Jahurul Islam liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.