ঢাকা: মিশরে চলমান তাপদাহে এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরো অন্তত ৬৬ জন গরমজনিত পানিশুন্যতায় সৃষ্ট অবসাদে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ভূ-মধ্য সাগরের তীরে অবস্থিত এই আরব দেশটিতে তীব্র তাপদাহ শুরু হয়েছে।
দেশটির রাজধানী কায়রোতে মৃত্যু হয়েছে ১৫ জনের। চারজন মারা গেছে মাত্রৌহ নগরীতে। দু’জন মারা গেছে উচ্চ মিশরীয় শহর কেনাতে।
শনিবার কায়রোতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। আর উচ্চ মিশরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি। আগামী ২৫ আগস্ট পর্যন্ত এই তাপদাহ চলবে বলে দেশটির আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে।
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Md Fuad Khan liked this on Facebook.
Omar Faruk Sagor liked this on Facebook.
Zakir Hussain liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Kutub Uddin liked this on Facebook.