আবারো উত্তপ্ত হয়ে উঠেছে ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি। পশ্চিম তীরে ফিলিস্তিনি পরিবারের ওপর উগ্রপন্থী ইহুদিদের আগুন দেয়াকে কেন্দ্র করে আবারো দীর্ঘ সংঘর্ষে জড়িয়ে পড়ার মুখে রয়েছে হামাস ও ইসরাইলের। এরই মধ্যে গত শুক্রবার গাজায় রকেট হামলাও চালিয়েছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামাসের পক্ষ থেকে আসা এক হামলার জবাবেই রকেট হামলাটি চালায় তারা।
অন্যদিকে গত শনিবার অগ্নিদগ্ধ ফিলিস্তিনি শিশুর বাবা মারা গেলে হামাসের পক্ষ থেকে এই ঘটনার প্রতিশোধ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বার্তা সংস্থাগুলো জানায়, গত শুক্রবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি উদ্বাস্তু শিবিরে বিমান থেকে রকেট হামলা চালায় ইসরাইল। হামলায় অন্ততঃ পাঁচ ফিলিস্তিনি আহত হয়। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। হামলার শিকার গাজার নুসাইরাত উদ্বাস্তু শিবিরে অন্তত ৬৬ হাজার ফিলিস্তিনির বসবাস রয়েছে। তবে ইসরাইলের দাবি, হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসামের একটি ঘাঁটি লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়েছে। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে দেয়া
বিবৃতিতে বলা হয়, দিনের প্রথম দিকে হামাস রকেট হামলা চালিয়েছে এবং তারই জবাবে বিমান হামলা চালানো হয়। এ বিষয়ে হামাসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের দেয়া আগুনে নিহত ১৮ মাসের শিশু আলির বাবা সাদ দাওয়াবশাও গত শনিবার হাসপাতালে মারা গেছেন। গত সপ্তাহে পশ্চিম তীরের দৌমা গ্রামে ফিলিস্তিনদের কয়েকটি ঘরে আগুন দেয় উগ্রপন্থী ইহুদিরা। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় ১৮ মাসের ছোট্ট শিশু আলি। এই ঘটনায় আলির বাবা ও ভাইয়ের শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়।
এরপর গত শনিবার সকালে আলির বাবারও মৃত্যু হয়। মৃত শিশুর মা ও তার চার বছরের ভাইয়ের অবস্থাও গুরুতর। তারা একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাদ দাওয়াবশার মৃত্যুর পর হামাসের পক্ষ থেকে প্রতিশোধের ডাক দিয়ে এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরের ফিলিস্তিনিদের পের এখন প্রতিরোধ গড়ে তোলা বাধ্যতামূলক হয়ে গেছে। অবৈধ এই বসতি স্থাপনকারীদের ওপর আমরা হামলা না করা পর্যন্ত এরা নিরস্ত হবে না।
এআর
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Emblue Dada Nayem liked this on Facebook.
Ishaque Meah liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
মামা মামা liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Motaleb Khan liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.