ঢাকা: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট।
রোববার (০৯ আগস্ট) বিকেল ৪টার দিকে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট সাংবাদিকদের বলেন, সাক্ষাতে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। চলমান বিভিন্ন প্রকল্প বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।
রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে আসার পর থেকে তিনি বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করছেন। এর ধারাবাহিকতায় রোববারের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হলো বলেও জানান বার্নিকাট।
M F Karim Khan liked this on Facebook.