রিক্সাওয়ালার বউকে নিয়ে ইউপি চেয়ারম্যান লাপাত্তা!

ভোলার লালমোহনে রিক্সাওয়ালার বউকে নিয়ে ইউপি চেয়ারম্যান উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, লালমোহনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজা শাহজাহান একই ইউনিয়নের রিক্সাওয়ালা আঃ সাত্তারের স্ত্রী তিন সন্তানের জননীকে নিয়ে উধাও হয়েছেন।
আঃ সাত্তার অভিযোগ করে বলেন, ‘আজ প্রায় ১১দিন হয়ে গেছে আমার স্ত্রীকে নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুজা শাহজাহান ঢাকা গেছেন।’
তিনি জানান, আমার সংসারের টুকিটাকি ঝামেলায় বিচারের নাম করে আমার স্ত্রীর সাথে তার পরিচয়। কয়েকদিন আগে আমার স্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয়। পরদিন সকালে আমি জানতে পারি চেয়ারম্যান তার কাজের বুয়াকে আমার বাড়িতে পাঠিয়ে আমার স্ত্রীকে নিয়ে গেছেন।
আমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে আমার স্ত্রী ও সন্তানদের ব্যাপারে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, তোর বউ কোথায় আমি কি জানি। তোর বউকে তুই খোঁজ কর গিয়ে।
কিন্তু আমার এলাকার দুজন লোক ও এক চৌকিদার আমার স্ত্রীকে চেয়ারম্যানের বাসায় দেখেছেন।
আমার এক তালুই চেয়ারম্যানের মেয়ের সাথে আমার মেয়েকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে নাজিরপুর লঞ্চঘাট এলাকায় দেখেছেন বলে জানিয়েছেন।
অথচ চেয়ারম্যান আমাকে হুমকি দিয়ে বলে তুই পারলে কিছু কর।’ এ ব্যাপারে আঃ সাত্তার মঙ্গলবার লালমোহন থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অপরদিকে এ ব্যাপারে লালমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান জানান, আমি ঢাকা আছি, আজ রওনা দিব। আপনারা অভিযোগকারীকে ধরে রাখেন, কালকে থানায় সকলের সামনে কথা বলব, তখন শুনতে পারবেন ঘটনা।

এআর

৭ thoughts on “রিক্সাওয়ালার বউকে নিয়ে ইউপি চেয়ারম্যান লাপাত্তা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *