টেস্টে অস্ট্রেলিয়ার ৬০ রানে অলআউট হওয়ার লজ্জা !

নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে ৬০ রানে গুড়িয়ে গেল অস্ট্রেলিয়া। ব্যক্তিগত এক অঙ্কের রানে উইকেট দিয়েছেন অস্ট্রেলিয়ার আট ব্যাটসম্যান। অ্যাশেজে ইনিংসে ২১ রানের কম সংগ্রহ নিয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেট খোয়াতে দেখা গিয়েছিল সুদীর্ঘ ৭৫ বছর আগে। এবার ৭৫ বছর পেছনে ফিরে গেল অজিরা। চলতি সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে দলীয় ৫০ রানে ৯ উইকেট খুইয়ে ধুকছে সফরকারী অস্ট্রেলিয়া।

নটিংহ্যামে টস হেরে ব্যাটিংয়ে প্রথম ইনিংসের শুরুর ২৫ বলে পাঁচ উইকেট খোয়ায় ক্লার্কবাহিনী। এতে ৪.১ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২১/৫। আট ওভারের স্পেলে ১১ রানে ৭ উইকেট নিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। পাঁচ ম্যাচ সিরিজে ২-১এ এগিয়ে ইংল্যান্ড।

এআর

৬ thoughts on “টেস্টে অস্ট্রেলিয়ার ৬০ রানে অলআউট হওয়ার লজ্জা !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *