নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে ৬০ রানে গুড়িয়ে গেল অস্ট্রেলিয়া। ব্যক্তিগত এক অঙ্কের রানে উইকেট দিয়েছেন অস্ট্রেলিয়ার আট ব্যাটসম্যান। অ্যাশেজে ইনিংসে ২১ রানের কম সংগ্রহ নিয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেট খোয়াতে দেখা গিয়েছিল সুদীর্ঘ ৭৫ বছর আগে। এবার ৭৫ বছর পেছনে ফিরে গেল অজিরা। চলতি সিরিজের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে দলীয় ৫০ রানে ৯ উইকেট খুইয়ে ধুকছে সফরকারী অস্ট্রেলিয়া।
নটিংহ্যামে টস হেরে ব্যাটিংয়ে প্রথম ইনিংসের শুরুর ২৫ বলে পাঁচ উইকেট খোয়ায় ক্লার্কবাহিনী। এতে ৪.১ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ২১/৫। আট ওভারের স্পেলে ১১ রানে ৭ উইকেট নিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। পাঁচ ম্যাচ সিরিজে ২-১এ এগিয়ে ইংল্যান্ড।
এআর
Muhammad Hasan liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Yusuf Un Nobi Babu liked this on Facebook.
Abu Bakar Sohel liked this on Facebook.
MD Ziaul Hasan liked this on Facebook.
Nazmul Haque Sagor liked this on Facebook.