ওয়াসিম আকরামকে বন্দুকধারী চিনতে পারায় তিনি প্রানে বেঁচে গেছেন

ওয়াসিম আকরামকে বন্দুকধারী সন্ত্রাসী চিনতে পারায় তিনি জীবনে বেঁচে গেছেন। এমনটাই জানালেন ওয়াসিম আকরাম। বুধবার তার ওপর বন্দুকধারীর আক্রমণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি নিজের গাড়িতে করে করাচি জাতীয় স্টেডিয়ামে যাচ্ছিলাম। পেছন থেকে একটি গাড়ি বারবার আমাকে ধাক্কা দিচ্ছিল। আমার গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্তও হয়। গাড়ি থেকে নেমে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি। আমার ক্ষতিগ্রস্ত গাড়ি দেখানোর চেষ্টা করি।

এ সময় বেশ মানুষ জড়ো হয় সেখানে। পেছনের গাড়ি থেকে একটু পর একজন মানুষ বের হয়ে বন্দুকে গুলি লোড করে সরাসরি আমার দিকে তাক করে। তখন একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। আমি কেঁপে উঠি। হঠাৎ ভীড়ের মধ্য থেকে একজন চিৎকার করে বলে ওঠেন, ‘আরে কী করছো? কাকে মারছো? ইনি ওয়াসিম আকরাম’। সে তখন আমার দিক থেকে বন্দুকের নল সরিয়ে নিয়ে আমার গাড়িতে গুলি করে। এরপর আকাশের দিকে কয়েকবার গুলি করে পালিয়ে যায়।’

এই ঘটনা নিয়ে তিনি আরও বলেন, ‘গাড়ির সঙ্গে গাড়ির ধাক্কা লাগতেই পারে। ভারতের কলকাতাতেও আমি গাড়ির ধাক্কা খেয়েছি। পৃথিবীর যে কোনো দেশে এমন ঘটনা ঘটে। কিন্তু সেখান থেকে আমাদের মধ্যে পার্থক্য হলো, আমাদের এখানে অনেকেই যত্রতত্র বন্দুক বহন করে। এমন ঘটনা পৃথিবীর কোথাও সম্ভবত নেই।’

এআর

১৫ thoughts on “ওয়াসিম আকরামকে বন্দুকধারী চিনতে পারায় তিনি প্রানে বেঁচে গেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *