ইসরাইলকে অতিরিক্ত নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে আমেরিকা

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ‌উইন্ডি শেরম্যান বলেছেন, ইরানের পরমাণু সমঝোতার পরিপ্রেক্ষিতে ইসরাইলকে অতিরিক্ত নিরাপত্তা সহযোগিতা দেয়ার বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে আমেরিকা। মার্কিন সিনেটের ব্যাংকিং কমিটিকে এ কথা বলেছেন শেরম্যান।

ইরানের পরমাণু আলোচনায় মার্কিন পররাষ্ট্র দফতরের প্রধান আলোচকের ভূমিকা পালন করেন শেরম্যান। তিনি আরো বলেছেন, দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ্টন কার্টার এ বিষয়ে আলোচনার জন্য সম্প্রতি ইসরাইল সফর করেছেন।

শেরম্যান বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মত হলে ইসরাইলের নিরাপত্তা আরো বাড়ানোর ব্যাপারে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে ওয়াশিংটন।

গত ২১ ও ২২ জুলাই ইহুদিবাদী ইসরাইল সফর করেন অ্যাশ্টন কার্টার। প্রধানমন্ত্রী নেতানিয়াহুসহ ইহুদিবাদী ইসরাইলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। নেতানিয়াহুর সঙ্গে কার্টার দুই ঘণ্টাব্যাপী আলোচনা করেছেন বলে খবর প্রকাশিত হলেও এ বৈঠক নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেন নি কার্টার বা নেতানিয়াহু।

এআর

৪ thoughts on “ইসরাইলকে অতিরিক্ত নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে আমেরিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *