সৌদি আরবের একটি মসজিদে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে নিহত হয়েছে ১৭ জন। নিহতদের সবাই সৌদি পুলিশের বিশেষ বিভাগ স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াত) – এর সদস্য। মসজিদটিও সোয়াতের সদর দপ্তরের অভ্যন্তরে অবস্থিত। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আভাতে এ হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় মসজিদের ভেতর নামাজ আদায় করছিলেন সোয়াত সদস্যরা। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এল-ইখবারিয়ার বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।
খবরে বলা হয়েছে, সৌদি টেলিভিশন চ্যানেলে ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করা হলেও, বিস্তারিত জানানো হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া নিহতদের সবাই পুলিশের স্পেশাল ওয়েপন্স অ্যান্ড ট্যাকটিকস (সোয়াত) বিভাগের সদস্য বলেও জানান তিনি। তিনি বলেন, একটি বিস্ফোরণ যে ঘটেছে, এটি নিশ্চিত। ঘটনাটি ঘটেছে একটি মসজিদে। তবে তিনি বলেন, কারা এ হামলা চালিয়েছে, তা এখনই বলা সম্ভব নয়।
এ আর
Shahriar Nafees liked this on Facebook.
Wasim Mollah liked this on Facebook.
Babu Macanic liked this on Facebook.
Helal Ahmed liked this on Facebook.
Somon Ahmed liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Anamul Haque Feni liked this on Facebook.
Abu Bakar Sohel liked this on Facebook.
Mohammed Anam liked this on Facebook.
Shaiful Mohammad liked this on Facebook.
MD Ziaul Hasan liked this on Facebook.