বঙ্গবন্ধুকে ভালো না বাসলে আখেরাতে জবাব দিতে হবে, বললেন মহিউদ্দিন চৌধুরী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা দিয়েছেন। আমরা তাকে যদি ভালো না বাসি আখেরাতে তার জন্য জবাবদিহি করতে হবে। ১৫ আগস্ট যিনি কেক কেটে ভুয়া জন্মদিন পালন করেন তাকেও আখেরাতে বিচারের মুখোমুখি হতে হবে। এমন মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিন চট্টগ্রামের চকবাজার নবাব ওয়ালী বেগ খাঁ জামে মসজিদে মিলাদ মাহফিলের আগে মুসল্লি সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে ধর্মের নামে অধর্মের জঙ্গি রাজত্ব কায়েম হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে বর্বরতা ও কলঙ্কমুক্ত করেছেন। আমাদের প্রত্যেককে তার হাত শক্তিশালী করতে কঠিন ব্রত পালন করতে হবে।

১৬ thoughts on “বঙ্গবন্ধুকে ভালো না বাসলে আখেরাতে জবাব দিতে হবে, বললেন মহিউদ্দিন চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *