২০০৯ সালে শ্রীলঙ্কার ক্রিকেট বাসের উপর হামালা চালানোর পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ নিষিদ্ধ করেছে আইসিসি। এরপর থেকে দেশান্তরী হয়ে ঘুরছে উপমহাদেশের এই দলটি। নিজেদের মাটিতে ক্রিকেট ফেরাতে সাধ্যের সবটুকু করলেও বিদেশী খেলোয়াড়দের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছে না তারা। তবে বিদেশী ক্রিকেটারা তো দূরের কথা নিজ দেশে সন্ত্রাসের শিকার হচ্ছেন স্বয়ং পাকিস্তানী ক্রিকেটারও।
এবার সেই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পাকিস্তানের কিংবদন্তী পেস বোলার ওয়াসিম আকরাম। করাচি স্টেডিয়ামে বর্তমানে টেলেন্ট হার্ট নাম একটি প্রতিযোগীতার প্রধান নির্বাচক ওয়াসিম আকরাম। ১৩ দিন ব্যাপি এই কর্মসূচি পরিচালানরা জন্য তাকে নিয়োগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কিন্তু বুধাবার ‘সুলতান অব সুইং’খ্যাত প্রাক্তন এই তারকা স্টেডিয়ামে যাওয়ার পথে সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছেন। তবে হামলার শিকার হলেও বড় কোনো আঘাত না পাওয়ায় বর্তমানে নিরাপদেই রয়েছেন ওয়াসিম। বুধাবার ইএসপিএনকে ওয়াসিম আকরামের ম্যানেজার অ্যারসালান হায়দার বলেন, ‘ওয়াসিম নিজেই তার গাড়ি চালাচ্ছিলেন। তার পেছনের গাড়িটি তাকে ধাক্কা দেয়ার চেষ্টা করে এবং এক পর্যায়ে গুলিবর্ষণ শুরু করে।
তিনি আঘাত পাননি। পুলিশের সঙ্গে আনুষ্ঠানিকতা শেষে তিনি জাতীয় স্টেডিয়ামে ফিরেছেন।’ একটি পাকিস্তান টেলিভিশনকে আকরাম জানিয়েছেন, তিনি কোনো আঘাত পাননি তবে আকস্মিক এই ঘটনার জন্য কিছুটা মর্মাহত হয়েছেন। তিনি হামালা চালানো গাড়িটির নম্বর লক্ষ্য করেছেন এবং এ ব্যাপারে পুলিশকে অবহিত করেছেন।
এআর