প্রথমআলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দুই মামলায় প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানসহ জেলা প্রতিনিধি ও স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

জেলা আমলি আদালতের (কোটচাঁদপুর) বিচারিক হাকিম সাজ্জাদ হোসেন গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

কোটচাঁদপুরের বলুহর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকিমুল ইসলামের ছেলে তানভির আহম্মেদ ও সাব্দালপুরের যুবলীগ কর্মী সাইফুল ইসলাম মানহানির অভিযোগে এ মামলা দুটি করেছেন।

মামলার অপর আসামি হলেন-প্রথম আলোর জেলা প্রতিনিধি আজাদ রহমান ও কোটচাঁদপুরের স্থানীয় সাংবাদিক সুব্রত সরকার।

উল্লেখ্য, গত ২৭ মে প্রথম আলো পত্রিকায় ‘কলের লাঙলের ভর্তুকির টাকার সিংহভাগ সরকারি দলের নেতাদের পকেটে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিনই কৃষি মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ১৬ জুন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দিয়ে দাবি করেন, প্রথম আলোর খবর অসত্য। পরদিন তিনি আবারও সংসদে বিবৃতি দেন।

এরপর প্রথম আলো পুরো বিষয়টি আবারও অনুসন্ধান করে। তার ভিত্তিতে ২ জুলাই ‘প্রথম আলোর খবর অসত্য নয়, এখনো পাঁচজন লাঙল কেনেননি’ শিরোনামে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে। ৩ জুলাই আগের তদন্ত দল আবারও কোটচাঁদপুরে যায় এবং অভিযুক্তদের সঙ্গে কথা বলে। ৫ জুলাই কৃষিমন্ত্রী সংসদে তৃতীয়বারের মতো বিবৃতি দেন। দুই দিন পর ৭ জুলাই কলের লাঙল বিক্রেতা আসাদুল ইসলাম প্রথম আলোর ঝিনাইদহ প্রতিনিধি ও একজন স্থানীয় সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। এরপর ১২, ১৩ ও ২৬ জুলাই যুবলীগের নেতাকর্মীরা বাদী হয়ে প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে আটটি মানহানির মামলা করেন।

১০ thoughts on “প্রথমআলোর সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *