ঢাকা: আগামী তিন মাসের মধ্যে সদ্য নাগরিক হওয়া ছিটমহলবাসীদের বিদ্যুতের লাইন পৌঁছে দেয়া হবে। বিদ্যুতের লাইন না যাওয়া পর্যন্ত তাদের জন্য সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকের নিয়মিত বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা প্রথমে ছিটমহলবাসীদের প্রাথমিক চাহিদা পূরণ করবো। এ কারণে রাস্তাঘাট, স্কুল, কমিউনিটি হাসপাতাল, উপাসনালয়, বিদ্যুৎ ও পানির মতো বেসিক চাহিদাগুলো পূরণে উদ্যোগ গ্রহণ করবো। সে হিসেবে আগামী ৩ মাসের মধ্যে ছিটমহলে বিদ্যুতের লাইন লাগানোর কাজ শুরু হবে বলে বিদ্যুৎমন্ত্রী আমাদের এটা জানিয়েছেন। যতোদিন স্থায়ীভাবে বিদ্যুৎ না যায় এ সময়ে সোলার সিস্টেমের মাধ্যমে তাদের মাঝে বিদ্যুৎ পৌঁছানোর নির্দেশে দিয়েছেন প্রধানমন্ত্রী।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সদ্য নাগরিক হওয়া ছিটমহলবাসীদের সব ধরনের নাগরিক অধিকার দিতে প্রধানমন্ত্রী সজাগ রয়েছেন। তাদের উন্নয়নের জন্য খুব দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
Sazzad Ahmed Shohag liked this on Facebook.
Omar Faruk Sagor liked this on Facebook.
Abu Bakar Sohel liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.