৩১’শে জুলাই বাংলাদেশের কয়েকটি জাতীয় দৈনিকে প্রথম খবরটি ছাপা হয়, “শহীদ জিয়ার ছোট ভাই অসুস্থ্য হয়ে বারডেমে চিকিৎসা নিচ্ছেন। সংবাদ গুলোতে আরো প্রকাশিত হয়, তিনি আর্থিক ভাবে অস্বচ্ছলতার জন্য কিছু সমস্যায় আছেন”। ফেসবুক সহ অনলাইন ও অফলাইনে এই বিষয়টি নিয়ে হৈচৈ পড়ে যায়। বিএনপি’র শীর্ষ পর্যায়ের সূত্র থেকে যানা জায়, জিয়াউর রহমানের ছোট ভাই আহামেদ কামালের খোঁজ খবর সব সময়েই নেয়া হয়ে থাকে। সূত্র আরো জানায়, তিনি প্রচণ্ড সৎ মানুষ বিধায় তিনি নিজের টাকা থেকেই নিজের চিকিৎসা করিয়ে আসছেন, দল বা কারো কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে থাকেন না তিনি। এই দিকে আহামেদ কামাল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তরিকুল ইসলাম সহ দলের সকল শীর্ষ নেতাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় নফল রোজা রেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস মহানগর দক্ষিণের নেতা-কর্মিরা)। রবিবার রাতে সেহরী করে সোমবার নফল এই রোজা রাখবেন তাঁরা।
নফল এ রোজা শেষে ইফতার মাহফিলের মোনাজাত পরিচালনা করেন জাসাস মহানগর ঢাকা দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। ইফতার মাহফিল শেষে এক অনাড়ম্বর সংবাদ সম্মেলন জনাব জাহাঙ্গীর শিকদার বক্তব্য দিতে গিয়ে বলেন, “দেশের কিছু জাতীয় দৈনিকে সংবাদ ছাপা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবার ছোট ভাই আহমেদ কামাল আর্থিক ভাবে অস্বচ্ছল বিধায় তিনি অনেক সমস্যায় আছেন। শহীদ জিয়া নাকি হাজার কোটি টাকা মালিক ছিলেন -এই মিথ্যাচার করে আসছে আওয়ামীলীগ ও তাঁদের মিডিয়া, আজ আপনারা দেখুন; যদি শহীদ জিয়ার পরিবার হাজার হাজার কোটি টাকার মালিক হতেন তাহলে শহীদ জিয়ার আপন ছোট ভাই আহামেদ কামালের তো নিশ্চয়ই ছিটেফোটা কিছু থাকার কথা !? তাঁর চিকিৎসা তো উন্নত বিশ্বে হওয়ার কথা !! কিন্তু কোথায় কি !? কামাল ভাইয়ের চিকিৎসা হচ্ছে এই বাংলাদেশে অতি সাধারণ ভাবে। আমি এতে গর্ববোধ করি কেননা জিয়া একটি নাম না, জিয়া একটি আদর্শ অতএব তাঁর আপন এবং সবার ছোট ভাইয়ের আদর্শও তাঁর বড় ভাই শহীদ জিয়ার মতই হবে। আহামেদ কামাল, মির্জা ফখরুল, তরিকুল ইসলাম সহ দলের শীর্ষ নেতাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে আমরা এই নফল রোজা পালণ শেষে আমরা দোয়া করেছি সাথে কামনা করছি তাঁরা অচিরেই সুস্থ হয়ে আসবে আমাদের মাঝে এবং দেশ ও জনগণের জন্য কাজ করবেন, কর্মিদের পাশে নিয়ে চলমান গণতান্ত্রিক এই আন্দোলনকে বেগবান করে এই সরকারের পতন তরান্বিত করবেন”।
ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সহ-সভাপতি সাইফুল ইসলাম টুটুল, সহ-সভাপতি ইমতিয়াজ আহামেদ হিরু, যুগ্ন সম্পাদক ইনারুল ইসলাম বিপ্লব, যুগ্ন সম্পাদক তারেক কবির, যুগ্ন সম্পাদক আব্দুল হাই ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন ঈমন, প্রচার সম্পাদক রুহুল আমীন, ধানমন্ডি থানার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন, কেন্দ্রীয় সদস্য আব্দুল আলীম, মহানগর সহকারী সম্পাদক মিজানুর রহমান মিজান সহ আরো নেতৃবৃন্দ।
জাবের/প্রবাসনিউজ২৪.কম
Rabiul Awal Sarkar liked this on Facebook.
Jillur Rahman liked this on Facebook.
Ahsan Uddin Noashad liked this on Facebook.
শাহিদুল ইসলাম liked this on Facebook.
Mohiuddin Mdmohiuddin liked this on Facebook.
Akther Hossain Bablu liked this on Facebook.
Akther Hamed liked this on Facebook.
MD Razak liked this on Facebook.
Shahriar Nafees liked this on Facebook.
Abdul Momin liked this on Facebook.
Ahsan Wavelink liked this on Facebook.
M.h. Rinto liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.