ঠাকুরের নির্দেশে পানিতে ডুবে মৃত মরন চন্দ্রকে ফের জলে নিক্ষেপ!

পানিতে ডুবে মারা গেছেন মরন চন্দ্র (১৮), তাই শ্মশানে পোড়ানো যাবেনা? জলের মরা জলে নিক্ষেপ করতে হবে; ঠাকুরের এমন নির্দেশে পানিতে ডুবে মারা যাওয়া হিন্দু সম্প্রদায়ের ওই ব্যক্তির মৃতদেহ বস্তাবন্দী করে ডাকাতিয়া নদীতে নিক্ষেপ করা হয়েছে। সোমবার ডাকাতিয়া নদী থেকে সেই বস্তাবন্দি লাশ উদ্ধার করে শাহরাস্থি থানা পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শাহরাস্থি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের হিন্দু বাড়ির প্রয়াত সুনীল চন্দ্র সরকারের ছেলে মরন চন্দ্র সরকার গত ১লা আগস্ট পানিতে পড়ে মারা যায়। মরণ চন্দ্র সরকার জন্ম থেকেই প্রতিবন্ধী ছিলো। ক’দিন পূর্বে তার পিতা সুনিল চন্দ্র সরকার পরলোক গমন করলে মরণ চন্দ্র সরকার তার পিতার শ্বশানে গিয়ে বেশিরভাগ সময় অতিবাহিত করতো ।

গত ১লা আগস্ট বিকাল থেকে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। পর দিন সকালে এলাকাবাসী ও পরিবারে লোকজনের সহায়তায় তার বাবার শ্বশানের পাশের পুকুরে জাল দিয়ে তাকে খোঁজাখুজির চেষ্টা করলে তার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে তার মৃতদেহ সমাহিত করার জন্য পরিবারের সদস্যগণ ঠাকুরের পরামর্শ নিলে ঠাকুর জানায় জলের মরা জলে নিক্ষেপ করতে হয়। সে মতে পরিবারের সদস্যরা তার মরদেহ ডাকাতিয়া নদীতে বস্তাবন্দীকরে ফেলে দেয়। ৩রা আগস্ট তার মরদেহ ভেসে উঠার সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে চাঁদপুরে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। শাহরাস্তির মডেল থানার এসআই কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এ ব্যাপারে শাহরাস্তি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এআর

৫ thoughts on “ঠাকুরের নির্দেশে পানিতে ডুবে মৃত মরন চন্দ্রকে ফের জলে নিক্ষেপ!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *