ঢাকা: রুবাইয়াত হোসেনের ‘আন্ডার কনস্ট্রাকশন’ ছবির মুক্তির তারিখ পেছালো। চলতি বছর জুলাইয়ে ছবিটি মুক্তির কথা ছিল। তবে ছবিটি দেশে মুক্তি না পেলেও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আলোচিতও হয়েছে আন্তর্জাতিক মহলে। বাংলাদেশী দর্শকরা অপেক্ষায় ছিলো ছবিটির। কিন্তু তাদের অপেক্ষা আরো কয়েকমাস বাড়ল।
পরিচালক রুবায়াত হোসেন জানিয়েছেন, ‘বাংলাদেশে ছবিটির প্রিমিয়ার শো হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ২০১৬ সালের ১৪ জানুয়ারিতে ছবিটি প্রদর্শিত হবে। এরপরই সারাদেশে মুক্তি দেয়া হবে।’
ছবিতে নাট্যশিল্পী চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। এবারই প্রথম বাংলাদেশি ছবিতে কাজ করলেন তাঁরা। শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। ছবিটির অন্য অভিনয় শিল্পীরা হলেন মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন,নওশাবা আহমেদ টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু।
Sohel Ahmed liked this on Facebook.
MD Shakibul Hasan Shakil liked this on Facebook.