ইসরাইলের বারাক ৮ ক্ষেপণাস্ত্র ভারতীয়দের হাতে

ভারতীয় যুদ্ধাস্ত্রের ভাণ্ডারে জুড়তে চলেছে এক নতুন অতিথি। আর কয়েক দিনের মধ্যেই ভারত ও ইসরাইলের যৌথ উদ্যোগে তৈরি বারাক ৮ ভারতীয় ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারে যুক্ত হতে চলেছে। সেটাই হবে ভারতীয় সেনার এক বড় প্রাপ্তি।
কী এই বারাক ৮? ইসরাইলের সাথে যৌথ উদ্যোগে তৈরি এই বারাক ৮ ভূমি থেকে আকাশে আক্রমণ চালানোর ক্ষেপণাস্ত্র। এটি নিজের ২৫০ কিলোমিটারের মধ্যে ধেয়ে আসা যেকোনো মিসাইলকে সনাক্ত করতে পারে। এমনকী লাগাতার আক্রমণের মাধ্যমে যেকোনো মিসাইলকে ধ্বংসস্তূপে পরিণত করতে সময় নেয় কয়েক সেকেন্ড। সূত্রের খবর, সফল উৎক্ষেপণের পর এই বারাক ৮ মিসাইলটি আইএনএস যুদ্ধ জাহাজে ব্যবহার করা হবে।

এই মাসে ফের নতুন করে উৎক্ষেপণ হওয়ার আগে গত সেপ্টেম্বরে একবার পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হয় বারাক ৮। সেই সময় বেশ কয়েকটি ত্রুটি দেখা গিয়েছিল ক্ষেপণাস্ত্রটিতে। এর পর ইসরাইল এরিয়ো স্পেস ইন্ড্রাসটিজ ও ভারতীয় ডিআরডিওর লাগাতার প্রচেষ্টায় নতুনভাবে তৈরি হয় বারাক ক্ষেপণাস্ত্র পর্যায়ের এই নতুন মিসাইল। গত নভেম্বরে ইসরাইলে সফল ব্যবহার হয় বারাকের।

এআর

১১ thoughts on “ইসরাইলের বারাক ৮ ক্ষেপণাস্ত্র ভারতীয়দের হাতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *