জাতীয়তাবাদী সাইবার দল-এনসিপির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালিত

সভাপতি কামরুল আজম ও সাধারন সম্পাদক ইমরান নাহিদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল-এনসিপির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সফল ভাবে পালিত হয় ।পহেলা আগষ্ট শনিবার  দিনের শুরুতেই বারডেম হাসপাতালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ভাই অসুস্থ আহমেদ কামাল সাথে সাক্ষাত করেন এনসিপির সদস্যরা।  এরপর শহীদ জিয়ার মাজারে মোনাজাত ও শ্রদ্ধা জ্ঞ্যাপন করা হয় সবশেষে বিকেল পাচটায় নিহত ছাত্রদল নেতা শহীদ জনির মা , ভাই , সহধর্মিনী মুন মনিশা ও তার পাচ মাসের শিশু নহরকে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সহ-সভাপতি রবি তালুকদার , জাহিদুল হাসান জাহিদ , সাইফুর রহমান , বারিউল ইসলাম , আজাদ হোসেন জুয়েল , মুনমুন আক্তার , রনি , বাহাদুর শাহ জাফর , এস এম সমাজ , ফিরোজ উল ইসলাম , ইমরান হোসেন সহ আরও অনেকে l

১৭ thoughts on “জাতীয়তাবাদী সাইবার দল-এনসিপির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *