রাষ্ট্রপতি ভিয়েতনাম যাচ্ছেন ৯ আগস্ট

ঢাকা: পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে ৯ আগস্ট (রোববার) ভিয়েতনাম যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (০২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি বলছে, ওইদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের উদ্দেশে ঢাকা ছাড়বেন রাষ্ট্রপতি।

তার সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা তার তৃতীয় রাষ্ট্রীয় সফর। এর আগে ভারত ও চীন সফর করেছেন আবদুল হামিদ।

সফরকালে দেশটির প্রেসিডেন্ট থ্রং তান সাং এর সঙ্গে রাষ্ট্রপতি আবদুল হামিদের দ্বি-পক্ষীয় বৈঠক হবে। এতে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে।

সফর শেষে ১৩ আগস্ট রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ২০১২ সালের নভেম্বরে ভিয়েতনাম সফর করেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩ thoughts on “রাষ্ট্রপতি ভিয়েতনাম যাচ্ছেন ৯ আগস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *