কাতারের সামরিক প্রতিনিধিদল ঢাকায়

ঢাকা: পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের সামরিক বাহিনীর ছয় সদস্যের প্রতিনিধিদল।

রোববার (০২ আগস্ট) বাংলাদেশে পৌঁছান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালকের পক্ষে সহকারি পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেলে এ তথ্য জানানো হয়।

কাতার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল আলী ইসমাইল এইচ, আল-জিয়ারা।

সফরকালে প্রতিনিধিদলের সদস্যদের বাংলাদেশ আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।

এ ছাড়া সফরকালে তারা বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিনিধিদলটি আগামী ০৬ আগস্ট কাতারে ফিরে যাওয়ার কথা রয়েছে।

৪ thoughts on “কাতারের সামরিক প্রতিনিধিদল ঢাকায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *