ঢাকা: পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন কাতারের সামরিক বাহিনীর ছয় সদস্যের প্রতিনিধিদল।
রোববার (০২ আগস্ট) বাংলাদেশে পৌঁছান বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালকের পক্ষে সহকারি পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেলে এ তথ্য জানানো হয়।
কাতার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল আলী ইসমাইল এইচ, আল-জিয়ারা।
সফরকালে প্রতিনিধিদলের সদস্যদের বাংলাদেশ আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড এর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।
এ ছাড়া সফরকালে তারা বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। প্রতিনিধিদলটি আগামী ০৬ আগস্ট কাতারে ফিরে যাওয়ার কথা রয়েছে।
Ayub Ali liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Monir Akbor liked this on Facebook.