এস.এস রাজামৌলি নির্মিত ব্লকবাস্টার মুভি ‘বাহুবলি’র প্রশংসা এবার বলিউড বাদশা শাহরুখ খানের মুখে। এই মুভিটিকে ‘অনুপ্রেরণা’ বলে এক টু্ইট বার্তায় জানিয়েছেন শাহরুখ। খবর পিটিআই’র
কাজলের বিপরীতে বলিউডের বিখ্যাত নির্মাতা রোহিত শেঠির নতুন মুভি ‘দিলওয়ালে’র শুটিং শেষে সম্প্রতি বুলগেরিয়া থেকে ফিরেছেন শাহরুখ। ফিরেই ‘বাহুবলি’ নিয়ে এক টু্ইট করেন শাহরুখ। এতেই তিনি মুভিটির ব্যাপক প্রশংসা করেন। টু্ইটে শাহরুখ লিখেন, ‘বাহুবলি মুভিতে কি পরিশ্রমই না করেছে। এই অনুপ্রেরণার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। অাপনি [বাহুবলি] চাইলে আকাশটাকেও ছুতে পারেন।’
‘বাহুবলি : দ্য বিগিনিং’ মুভিতে একটি এলাকা শাসনকে কেন্দ্র করে দু্ই ভাইয়ের মধ্যকার দ্বন্দ্ব দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগ্গুবতি ও অানুশকা শেঠিসহ আরো অনেকে। আগামী বছর মুভিটির দ্বিতীয় অংশ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
Jinnurine Chowdhury Jony liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Monir Akbor liked this on Facebook.
Rajib Khan liked this on Facebook.