‘তোমার ফাঁসি হবে, হবে, হবেই সাকা চৌধুরীকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী

মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘তোমার ফাঁসি হবে, হবে, হবেই।’

শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

আইনমন্ত্রী বলেন, ‘২৯ জুলাই একটা রায় হয়েছে। ফজলুল কাদের চৌধুরীর ছেলে রাজাকার সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার চূড়ান্ত রায়। এই রায়ে তাঁর ফাঁসি হয়েছে।’

তিনি বলেন, ‘আমি একটা টেলিভিশন ক্লিপিং দেখলাম; সে (সালাউদ্দিন কাদের) বলছেন যে- আমার (সালাউদ্দিনের) বাবা বাংলাদেশের পক্ষে ছিল না, না, না। চিন্তা করেন, বাংলাদেশে বসে ওই কথা বলেন!’

‘তার বাবা যে রাজাকার, তা তো আমরা জানিই। একবার বললেই তো হয়। এখন আমি বলছি- বিচারে তোমার (সাকা) ফাঁসি হবে, হবে, হবেই’ যোগ করেন আনিসুল হক।

এ সময় তিনি বলেন, ‘আমার বাবা, মা ও ছোট ভাই মুক্তিযোদ্ধা। আজকে আপনাদের কাছে আহ্বান, সন্তান হিসেবে দাবি- এই রকম যারা রাজাকার তাদের প্রতিহত করুন। তবে আপনারা আইন হাতে তুলে নেবেন না। সামাজিকভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আইনের আশ্রয় নেন।’

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা আমার পিতৃতুল্য, আমি আপনাদের সন্তান। কসবা-আখাউড়া কেন বাংলাদেশের কোনো মুক্তিযোদ্ধার অসম্মান সহ্য করা হবে না। আপনাদের চুল পরিমাণ অশ্রদ্ধা, বিন্দু পরিমাণ অপমান আমি সহ্য করবো না।’

মুক্তিযোদ্ধাদের জন্য আখাউড়ায় কমপ্লেক্সের জায়গার ব্যবস্থা করা হবে নিয়ে তিনি বলেন, অনেক দাবির পর মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকায় একটি কবরস্থান হয়েছে। আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের জন্য একটি কবরস্থান বিষয়ে আলোচনা করা হবে।

‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আখাউড়া উপজেলা কমান্ড এই সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে তিন শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

সংগঠনের আখাউড়া উপজেলা শাখার আহ্বায়ক আনিছুজ্জামান খানের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা সৈয়দ এ কে এম এমদাদুল বারী, যুদ্ধকালীন কমান্ডার ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার হারুন উর রশিদ, আখাউড়া উপজেলা কমান্ডার আবু সাইয়িদ মিয়া প্রমুখ।

এআর

২৪ thoughts on “‘তোমার ফাঁসি হবে, হবে, হবেই সাকা চৌধুরীকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *