অল্পের জন্য রক্ষা পেলো সিলেট-দুবাই ফ্লাইটের যাত্রীরা

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে বিমানের ইঞ্জিনে একটি পাখি ঢুকে বিকল হয়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে সিলেট-দুবাই ফ্লাইটের (বিজি-০৫২) যাত্রীরা।

শনিবার (০১ আগস্ট) সকাল সোয়া ৭টায় ওসমানী বিমানবন্দর রানওয়েতে এ ঘটনা ঘটে। এ সময় উড়োজাহাজটির চারটি ব্লেড ভেঙে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।

বিমানবন্দর সূত্র জানায়, সিলেট-দুবাই সরাসরি ফ্লাইটটি অবতরণকালে একটি পাখি বিমানের ইঞ্জনে ঢুকে যায়। পাখার সঙ্গে ধাক্কা লেগে চারটি ব্লেড ভেঙে গেলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

সূত্র আরও জানায়, ওই সময় বার্ড সুটার হিসেবে সেলিম উদ্দিনের দায়িত্ব পালন করার কথা থাকলেও তিনি অনুপস্থিত ছিলেন। কর্তৃপক্ষ সেলিমের পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব না দেওয়ায় এ ঘটনা ঘটে।

ওসমানী বিমানবন্দরের গ্রাউন্ড সার্ভিস ম্যানেজার আজিজ আহমদ বলেন, ঢাকা থেকে প্রকৌশলী এসে ত্রুটি মেরামত করার পরে উড়োজাহাজটি ফের যাত্রা করবে।

১৪ thoughts on “অল্পের জন্য রক্ষা পেলো সিলেট-দুবাই ফ্লাইটের যাত্রীরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *