ওয়ারী থানা জাসাস পুনাঙ্গ কমিটি গঠন

অদ্য ৩১-০৭-২০১৫ শুক্রবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় জাসাস ঢাকা মহানগর (দঃ) এর ওয়ারী থানা পুনর্গঠন কর্মি সভা অনুষ্ঠিত হয়। কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর (দঃ) এর সংগ্রামী সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম শিকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাসাস ঢাকা মহানগর (দঃ) এর সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না , সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সহ সভাপতি শেখ মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইমন।
সভার প্রধান অতিথি জাহাঙ্গীর শিকদার বলেন, বর্তমানে এই হায়েনা সরকারের সময় কেউ নিরাপদ নয় , এমনকি মানুষের সবচেয়ে নিরাপদ স্থান মা’য়ের গর্ভ সেই জায়গাটাও নিরাপদ না,এই স্বাধীন দেশে পরাধীনতার শিকল পরে কি পৃথিবীর আলো দেখার আগেও অনুমতি লাগবে এই হায়েনা সরকারের? সবার নিরাপত্তার জন্য এই ঘষটি বেগমের সরকারকে হটানো ছাড়া এখন আমাদের আর কোন রাস্তা নেই ।
তাই দেশনেত্রি বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাকে সবাইকে আন্দোলনে ঝাপিয়ে পরার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে ।

সভায় সবার সম্মতি ক্রমে কাজী আনোয়ার হোসেনকে সভাপতি, খায়রুদ্দিন ভুট্টো সিনিয়র সহ-সভাপতি, মোঃ সারওয়ার হাওলাদার সহ-সভাপতি , সাধারণ সম্পাদক মোঃ মোকতার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আবেদ হোসেন, মোঃ নিজামুল ইকবাল গাউস, সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদুল ইসলাম সহ মোট ১০৯ সদস্য বিশিষ্ট জাসাস ওয়ারী থানার পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

11793214_1144899942251185_2104772082_n

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

১৬ thoughts on “ওয়ারী থানা জাসাস পুনাঙ্গ কমিটি গঠন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *