ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যুতে যখন ভারতীয়রা শোকে মুহ্যমান ঠিক তখনই বোমা ফাটানো কথা বলে কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন যেন পাকিস্তানের পরমাণু বোমার জনক আবদুল কাদের খান।
তিনি আবদুল কালামকে স্রেফ একজন সাধারণ মানের বিজ্ঞানি আখ্যা দিয়ে বলেছেন, বিজ্ঞানী হিসেবে কালাম কিছুই করেননি। তিনি ছিলেন সাধারণ একজন বিজ্ঞানী। কালামের কৃতিত্ব নয়, ভারতের পরমাণু অস্ত্র আসলে রাশিয়ার থেকে ধার করা।
মঙ্গলবার শিলংয়ের ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে বক্তব্য রাখার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ভারতের মিসাইলম্যান এ পি জে আবদুল কালামের। এর পরে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আবদুল কাদের খান বলেন, “কালাম সবসময় সহজ কাজ করার পক্ষে ছিলেন। তবে তিনি কখনই বিজ্ঞানী হিসেবে বিশেষ কিছু করেননি।”
একই সঙ্গে আবদুল কাদের খানের দাবি, ভারতের রাষ্ট্রপতি হওয়ার পিছনে কালামের কোনো কৃতিত্ব নেই। তার কথায়, “কালামকে ভারতের রাষ্ট্রপতি করা হয়েছিল কারণ সে সময় কেন্দ্রের বিজেপি সরকারের একজন সংখ্যালঘু মুখ দরকার ছিল। ২০০২ সালের গোদরা হত্যাকাণ্ডে মুখ পুড়েছিল বিজেপির তাই কালামকে রাষ্ট্রপতি পদে বসানো হয়।”
আবদুল কাদের খানের এই বক্তব্যের পরে ভারতের রাজনৈতিক মহলের তরফে একহাত নেয়া হয়েছে তাকে। কাদের খানের বিরুদ্ধে বলা হয়েছে, ২০০৪ সালে পরমাণু অস্ত্রের গোপন তথ্য বিদেশে পাচার করার দায়ে অভিযুক্ত করা হয়েছিল কাদের খানকে।
এআর
Nasir Uddin Khan liked this on Facebook.
Noor Nakeib liked this on Facebook.
Md Kamrul Md Kamrul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Nazmul Haque Sagor liked this on Facebook.