জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানা গেছে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারের ফেসবুক স্ট্যাটাসে।
ঈদের কয়েকদিন আগে হঠাৎ করেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দিতি। তাৎক্ষণিকভাবে ঢাকায় চিকিৎসা করালেও উন্নত চিকিৎসার জন্য ২৫ জুলাই ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। শারীরিকভাবে বেশকিছু দিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
মুশফিকুর রহমান গুলজার দোয়া চেয়ে তার স্ট্যাটাসে লিখেছেন
”সবার প্রিয় অভিনেত্রী দিতি ব্রেন টিউমার হয়েছে। আগামীকাল তার অপারেশন চেন্নাইয়ের এমআইটিও হাসপাতে। বন্ধুরা সবাই দিতির জন্য দোয়া করবেন। সেযেন সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরতে পারে।”
Anowar Anowar liked this on Facebook.
Anwarul Hassan liked this on Facebook.