এবার ইসরাইলি সীমান্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে দখলকৃত পশ্চিম তীরের ইহুদী বসতিস্থাপনকারীদের। ৩০ জুলাইয়ের মধ্যে পশ্চিম তীরে নির্মানাধীন বেশ কয়েকটি অবৈধ ইহুদী বসতি সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেসব ভবনের নিয়ন্ত্রণ নেয়ার পরই ইসরাইলি বাহিনীর সঙ্গে বসতিস্থাপনকারীদের সংঘর্ষ বাঁধে। এ খবর দিয়েছে আল জাজিরা। খবরে বলা হয়েছে, ১৯৭০-এর দিকে ইসরাইলি আর্মির দখল করে নেয়া ব্যাক্তিমালিকানাধীন ফিলিস্তিনি ভূমির ওপর নির্মানাধীন কথিত ড্রেইনঅফ ভবনসমূহ ধ্বংসের আদেশ দেয় ইসরাইলি হাইকোর্ট।
হাইকোর্টের আদেশ, ৩০ই জুলাইর মধ্যে ওই ভবনগুলো ধ্বংস করতে হবে। সে আদেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে ইহুদী বসতিস্থাপনকারীরা। তবে ইসরাইলি বাহিনী নির্মানাধীন ২টি ভবনের নিয়ন্ত্রণ নেয় মঙ্গলবার। কিন্তু কিছু ইহুদী যুবক ওই বাহিনীকে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। কিন্তু সীমান্ত বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর বহু বসতিস্থাপনকারীকে জোরপূর্বক ওই স্থান থেকে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়া কয়েকজনকে আটকও করা হয়েছে। পেসাচ সাবিচ নামের এক বসতিস্থাপনকারী বলেন, এখানের পরিস্থিতি খুবই খারাপ। আমরা আশা করি, আমাদের প্রতিনিধিরা সত্যিকারভাবে দ্রুত কিছু একটা করবেন।
প্রসঙ্গত, গত ২৬ জুলাই ফিলিস্তিনি ভূমির মালিকদের সঙ্গে ইসরাইলি একটি মানবাধিকার সংগঠন হাইকোর্টে পিটশন দায়ের করে। পিটিশনে ড্রেইনঅফ ভবনসমূহের নির্মান বা পরিকল্পনা বন্ধ করার নির্দেশ চাওয়া হয়। কিন্তু হাইকোর্ট নির্মানাধীন ওই ভবনসমূহ ধ্বংসের আদেশ দেন। কিন্তু এরপর ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বহুভাবে সে আদেশ এড়ানোর চেষ্টা করে। এমনকি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেন, তার সরকার হাইকোর্টের ওই আদেশের বিরোধীতা করছে। উল্লেখ্য, আন্তর্জাতিক আইন অনুসারে দখলকৃত পশ্চিম তীরে যেকোনো ধরণের ইসরাইলি স্থাপনা অবৈধ। কিন্তু এ অবস্থানের ঘোরতর বিরোধী ইসরাইলি সরকার। পশ্চিম তীরে ইসরাইলের অব্যাহত বসতিস্থাপন ফিলিস্তিনের সঙ্গে দেশটির শান্তি আলোচনা ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়।
আতিক/প্রবাস
Helal Ahmed liked this on Facebook.
Taj Sheikh liked this on Facebook.
Nazmul Haque Sagor liked this on Facebook.
Nazmul Islam liked this on Facebook.
Singer Boy Tanvir liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Bilal Hasan liked this on Facebook.
Md Fahad Abdullah liked this on Facebook.