লক্ষ্মীপুরের রামগঞ্জে টানা বর্ষণে হাজারো পরিবার পানি বন্দী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় গত চারদিনের টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজারো পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। অতিবৃষ্টিতে সবজি, আউশ ও বীজতলাসহ পাঁচ শতাধিক হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে শতাধিক মাছের ঘেরসহ পুকুরের মাছ।

এদিকে ঝড়ো হাওয়ায় পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে গত চারদিন উপজেলাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে করে চরম দুর্ভোগে রয়েছে ৪৮ হাজার গ্রাহক।

স্থানীয়রা জানায়, গত চারদিনের টানা বর্ষণে উপজেলার লামচর ইউনিয়নের ফতেহপুর, মজুপুর, দাসপাড়া গ্রামের মানুষ পানিবন্দী হয়েছেন।

একই সঙ্গে ইছাপুর ইউনিয়নের নয়নপুর, শ্রীরামপুর, সুন্দরা গ্রাম এবং দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজার,শোসালিয়া, আলীপুর, বক্তারপুর পৌরসভার আঙ্গারপাড়া, রতনপুর, কলচমা, বাঁশঘরসহ প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়ে হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটাচ্ছে।

বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক হেক্টর জমির আউশ, বীজতলা ও গ্রীষ্মকালীন সবজি ক্ষেত প্লাবিত হয়েছে।

রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুত জোনাল অফিসের (ডিজিএম) মো. আকবর হোসেন জানান, খুব শীগ্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। দ্রুত ইউনিয়নগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবল আলম জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে। সরকারি কোন বরাদ্দ আসলে তাদের মাঝে সরবরাহ করা হবে। ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।

আতিক/প্রবাস

One thought on “লক্ষ্মীপুরের রামগঞ্জে টানা বর্ষণে হাজারো পরিবার পানি বন্দী, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *