ঢাকা: যুদ্ধাপরাধের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের ব্যক্তিগত তথ্যসহ বিস্তারিত ঠিকানা জানতে চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বুধবার মানবতা বিরোধী অপরাধী সাকা চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার পর প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলের কাছে এ বিষয়ে জানতে চান।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, আপিল বিভাগ ইমরান সরকারের পার্টিকুলার্স (বিস্তারিত ঠিকানা) জানতে চেয়েছেন। আমি তার বিস্তারিত সংগ্রহ করে আদালতে উপস্থাপন করবো। এরপর আদালত এ বিচার নিয়ে ইমরান সরকারের বিভিন্ন সময়ে উক্তি, মন্তব্য এবং বিচারের দাবির বিষয়ে জানতে চাইবেন।
২০১৩ সালে ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে ওইদিন রাজধানীর শাহবাগে কাদের মোল্লার ফাঁসির দাবিতে গড়ে উঠে গণজাগরণ মঞ্চ। যার মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন সাবেক ছাত্রলীগ নেতা ইমরান এইচ সরকার। পরে অবশ্য আরেক ছাত্রলীগ নেতা কামাল পাশার নেতৃত্বে এ সংগঠনের আরেকটি অংশ আত্ম প্রকাশ করে।
Alamgir Rashid liked this on Facebook.
Rasel Akash liked this on Facebook.
সাকা ফাঁসীর রায় খুশি হলাম কিন্ত রাজাকারদের বিচার উচিত বর্তমানে অনেক রায় আসতেছে এবং কায়কর হবে আর বি.এন.পি ও জামাতের মধে্য আর অনেক রাজাকার আছে তাদের বিচার হওয়া দরকার আছে।আর আওয়ামীলিগকের মধে্য ও ২২ জন রাজাকার আছে তাদের ও তো বিচার হওয়া দরকার,তা না ইমরান। যদি রাজাকারদের বিচার সঠিক হওয়া দরকার মনে কর তাহলে সব রাজাকারদের বিচার হওয়া অত্যন্ত প্রয়োজন তা না হলে এক সময় অন্য সরকার এসে তোমাকে (ইমরান) রাজাকার বানিয়ে বিচার করবে কারন এই সব কিছু বাংলাদেশে সম্ভব মনে রেখো।
Rasul Nimer liked this on Facebook.
এ তো রাস্তার ছেলে, তার পরিচয় থাকবে কি করে।জারজ
Dolon Shaik Dhakaiya liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.