চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন বেবী সুপার মার্কেট সংলগ্ন আদর্শপাড়া সালাম ভিলার ২য় তলা অভিযান চালিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া আঁখি আক্তার নামে এক তরুনীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অন্য ৪ পতিতাসহ ১৪ জন’কে গ্রেফতার করা হয়।
সোমবার বিকাল পাঁচটায় নগর গোয়েন্দা পুলিশের একটি দল এই অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলার জাকির মোল্লার মেয়ে আঁখি আক্তার (১৮) বড়পুল আর্টিলারী সেন্টারের উত্তর গেইট এলাকায় ফুফু শিরিন বেগম এর বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করতো। গত ২৬ জুন তারিখ ইপিজেড মোড় হতে পূর্ব পরিচিত সিএনজি চালক সাগর বাসায় নামিয়ে দেওয়ার কথা বলে কৌশলে আঁখি আক্তারকে সালমা ভিলার শাহাবুদ্দিন বাচ্চু ও তার স্ত্রী শেলি আক্তারের নিকট হস্তান্তর করে। তারা আঁখি আক্তারকে তার ইচ্ছার বিরুদ্ধে পতিতাবৃত্তিতে বাধ্য করেন।
পরে কৌশলে আঁখি আক্তার পুশিকে বিষয়টি জানালে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে চার পতিতাসহ ১৪ জনকে গ্রেফতার করে।
এদের মধ্যে ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা আসামিরা হলো- মোঃ শাহাবুদ্দিন বাচ্চু (৪৫), শেলি আক্তার (৩৪), মোঃ সেলিম (৪৮), মোঃ ওসমান (৩৪), মিনহাজ উদ্দিন এনাম (২৯) ও সাগর (২২)। এদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় নারী নির্যাতন আইনে মামলা দায়ের করে আঁখি আক্তার।
অসামাজিক কার্যকলাপের দায়ে গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আনোয়ার হোসেন (৪২), বিজয় বড়–য়া (২৪), মোঃ ইকবাল হোসেন (২৮), মোঃ রবিউল খাঁ (২৪), জোসনা বেগম (২৫), আসনুর আক্তার সাথী (১৯), রোকসানা বেগম (২২) ও পারভীন আক্তার (১৬)। নগর পুলিশের মিডিয়া বিভাগের এসআই জাহাঙ্গীর শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিক/প্রবাস
Abdul Hai liked this on Facebook.
তারার মেলা বিনোদন সাতকানিয়াই liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.
Liton Ahmed liked this on Facebook.
Mostafizur Rahman liked this on Facebook.
Nasir Nasir liked this on Facebook.
Omar Faruk Sagor liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Md Fahad Abdullah liked this on Facebook.
Gaffar Ali liked this on Facebook.
Sulaman Khan liked this on Facebook.
Alamin Akand Nipu liked this on Facebook.
n……….m
Muhim Sumon liked this on Facebook.
Joly Farhan liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.