নির্বাচন কমিশনকে ‘নির্লজ্জ, বেহায়া ও দুষ্টের শিরোমণি’ আখ্যায়িত করে পদত্যাগ দাবি বিএনপির

বর্তমান নির্বাচন কমিশনকে ‘নির্লজ্জ, বেহায়া ও দুষ্টের শিরোমণি’ আখ্যায়িত করে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মুখপাত্র ও দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ‘যেহেতু তারা নির্লজ্জ, তাই যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা (বিএনপি) রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে তাদের অভিশংসনের (ইমপিচ) দাবি করছি।’
সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ দাবি জানান দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
কমিশনকে ‘নির্লজ্জ, বেহায়া ও দুষ্টের শিরোমণি’ আখ্যায়িত করে তিনি বলেন, ‘যেহেতু তারা নির্লজ্জ, তাই যদি তারা স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে আমরা (বিএনপি) রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা বলে তাদের অভিশংসনের (ইমপিচ) দাবি করছি।’
গত শনিবার থেকে হালনাগাদ ভোটার তালিকা তৈরির কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।বলা হয়েছে, যেসব নাগরিক ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন তাদের তথ্য সংগ্রহ করা হবে।
ইসি সচিব সিরাজুল ইসলাম বলেন, ‘২০১৫-১৬ বছরের হালনাগাদে ৭২ লাখ নতুন ভোটারের লক্ষ্যমাত্রা নিয়ে একসঙ্গে তিন বয়সীদের অর্থাৎ বর্তমানে যাদের বয়স ১৫, ১৬ অথবা ১৭ বছর তাদের তথ্য সংগ্রহ করা হবে। তবে ১৮ বছর পূর্ণ হলে তারা ভোটারযোগ্য হবেন। এছাড়া ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হবে তাদেরও তথ্য সংগ্রহ করা হবে।’

আতিক/প্রবাস

১৫ thoughts on “নির্বাচন কমিশনকে ‘নির্লজ্জ, বেহায়া ও দুষ্টের শিরোমণি’ আখ্যায়িত করে পদত্যাগ দাবি বিএনপির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *