জগন্নাথ মন্দিরের গোসাইয়ের কাছে নববধূকে ‘শুদ্ধ’ করার জন্য রেখে গেলেন তার স্বামী

দৈনিক সমকালের সাংবাদিক, নাস্তিক কমিউনিটির সদস্য শামীমা মিতু একটি ছবি প্রকাশ করে এখন বেশ নাজেহাল অবস্থায় রয়েছে। ছবিটিতে দেখানো হয়েছে যে, পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামের জগন্নাথ মন্দিরের গোসাইয়ের কাছে এক নববধূকে ‘শুদ্ধ’ করার জন্য দিয়ে গিয়েছে তার স্বামী। গোসাইয়ের সাথে একরাত থাকার পর হিন্দু স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাবে।

এর পর যা হবার তাই হলো। তার মুসলিমবিদ্বেষী পোস্টগুলোর দীর্ঘদিনের সহযোগী হিন্দুরা তাকে গালিগালাজ করা শুরু করলো। এক হিন্দু ইনিয়ে বিনিয়ে বললো,

//মিতু দিদি, আপনাকে আমি খুব সোশ্যাল মেয়ে মনে করতাম। তাই বলছি বস, কেন এত দিনের এত কষ্টার্জিত ভালবাসা হারাতে চাচ্ছেন মানুষের মন থেকে//

অর্থাৎ নাস্তিকদেরকে বুঝিয়ে দেয়া হলো যে, “দেখ, তোমরা হিন্দুদের পৃষ্ঠপোষকতায় টিকে রয়েছ। সুতরাং ‘নাস্তিকতা’ ফলাতে চাইলে হিন্দুদের বিরুদ্ধে কিছু বোলো না, বরং হিন্দুদের খুশি করতে চোখ বুঁজে মুসলমানদের গালিগালাজ করে যাও!”

শামীমা মিতুর পোস্টটি শেয়ার করেছে গণজাগরণ মঞ্চের মাহমুদুল হক মুন্সী। মন্দির কর্তৃৃপক্ষ মাহমুদুলকে সহ শামীমা মিতুর নামে ৫৭ ধারায় মামলা করবে। শামীমা মিতু আর মাহমুদুলের ‘দীর্ঘদিনের সহযোদ্ধা’ এক হিন্দু হুমকি দিয়ে বলেছে যে, তাদেরকে মামলার এজাহার পৌঁছে দেয়া হবে।

হিন্দুদের এত হুমকি-ধামকির পরও হিন্দু গোসাই নিয়ে অনেক কিছুই বের হয়ে এসেছে। নাস্তিকদের সহযোগী এক হিন্দু মহিলা স্বীকার করেছে যে, তার বিয়ের দিন তাকে ব্রাহ্মণের পা ধোয়া পানি খাওয়ানো হয়েছিল, খাওয়ানো হয়েছিল গরুর গোবর ও চনা। হিন্দুরা তাদের সমাজ কর্তৃক এতোটা অসম্মানিত হওয়ার পরও তাদের সমাজের বিরুদ্ধে টু শব্দটিও উচ্চারণ করে না। ইভেন হিন্দু ঘরের নাস্তিকেরাও এ বিষয়ে খুব সতর্ক।

বিপরীতে মাহমুদুল আর শামীমা মিতুরা মুসলমান সমাজে জন্মেও গোটা মুসলমান সম্প্রদায়কে কটাক্ষ করে থাকে। অথচ এদেরকে কিন্তু তাদের ‘হিন্দু সহযোদ্ধা’দের মতো পা ধোয়া পানি খেতে হয়নি, গরুর গোবরচনা তাদেরকে গিলতে হয়নি। মুসলমান সমাজে জন্ম নেয়ার কারণেই যে তারা এই সম্মানজনক জীবন অর্জন করতে পেরেছে, এটা মাহমুদুল মুন্সীদের মতো নাস্তিকদের মোটা মাথায় ঢোকে না। যে সমাজের আলোবাতাসে বড় হয়েছে সে সমাজকে নিয়ে ব্যঙ্গ করাটা যে অকৃতজ্ঞতা, এই বিষয়টি হিন্দু ঘরের নাস্তিকেরা বুঝলেও মুসলমান ঘরের নাস্তিকেরা বোঝে না।

৪৬ thoughts on “জগন্নাথ মন্দিরের গোসাইয়ের কাছে নববধূকে ‘শুদ্ধ’ করার জন্য রেখে গেলেন তার স্বামী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *