এ কোন বর্বর যুগে বাস করছি আমরা

মাগুরা দোয়ারপাড় এলাকায় গত বৃহস্পতিবার যুবলীগের সন্ত্রাসীদের ছোঁড়া গুলিতে একজন গর্ভধারিণী মা গুরুতর জখম হন। যুবলীগের গুলিতে সেই গর্ভধারিণী মায়ের পেট ছেদ করে তার পেটের বাচ্চার গায়ে লাগে। গুরুতর আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে দীর্ঘ সময় ধরে অস্ত্রপাচারের পর একটি কন্যা সন্তানের জন্ম দেন আহত মা।

সার্জারির পর ডাক্তররা দেখতে পান যুবলীগের বুলেট শিশুটিরও বেশ কয়েক জায়গায় আঘাত করেছে। শিশুটি বর্তমানে আশংকাজনক অবস্থায় রয়েছে। তার শ্বাস কষ্ট হচ্ছে।

ডাক্তাররা আরও জানিয়েছেন, মেয়ে ও মা দুজনের অবস্থায় সংকটাপন্ন।

মাগুরার ঘটনায় গুলিবিদ্ধ আব্দুল মোমিন (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে শহরের দোয়ারপাড়ের যুবলীগ কর্মী আজিবর ও মুহম্মদ আলী হোসেনের গ্রুপের সাথে অপর যুবলীগ কর্মী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ভুঁইয়ার গ্রুপের সংঘর্ষ হয়।

এ সময় নাজমা বেগম নামের একগর্ভবতী গুলিবিদ্ধ হয়। এছাড়া আব্দুল মোমিন ও মিরাজ হোসেন নামে আরো এক যুবক গুলিবিদ্ধ হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে আব্দুল মোমিন মারা যান। অন্যদের চিকিৎসা চলছে।

২৪ thoughts on “এ কোন বর্বর যুগে বাস করছি আমরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *