বিবিধ —– ১
কেটে গেল এক মাস
দুঃসময়ের মুখোমুখি বসে
তেমনি ছিল বিগত এক বছর
অগাধ অপরিচিত অপ্রত্যাশিত
অপেক্ষা ছিল প্রেমের
অযাচিত বেদনাতে নীল
নির্বাসিত সুখ
অপরিচিত মুখ
খুঁজে পেয়েছে আশ্রয় অন্য কোথাও
অন্য কোনখানে ।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
বিবিধ —– ২
কিছু কিছু চলে যাওয়া এমন
কোন দাগ না রেখে মনের মাঝে
কিছু কিছু চলে যাওয়া এমন
বেহিসাবী
হিসাব নিকাষের বাইরে
চলে যাওয়া চুপচাপ
কোন স্মৃতি না রেখেই
সময়কে ফাকি দিতে যাবার নির্বুদ্ধিতা নিয়ে
কিছু কিছু চলে যাওয়া এমন
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
বিবিধ —- ৩
আমি যা বলেছি
তুমি তা বুঝোনি
আমি যা ভেবেছি
তুমি তা ভাবোনি
আমি যা চেয়েছি
তুমি তা চাওনি
বলা, বোঝা, ভাবা, চাওয়া
যার যার তার তার
দুজনের ছিলনা
সংযোগ ছিল বিচ্ছিন্ন
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
বিবিধ —- ৪
পন্য তো শুধুই পন্য
শুধুই পন্য কেনেবেচা দরদাম কষে
সব পন্য রদ্দি হয়
বাজার হারায়
তখন কেউ কেনেনা
ফেলে চলে যায়
সেই পন্য পথের ধারে গলে যায়
ফাংগাসে ঢেলে ফ্যালে তারে
চুপি চুপি রুপ বদল করে
আবার সে ফিরে আসে বাজারে
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
বিবিধ —-৫
এমন হয়েছে অনেকদিন
খা খা রোদ্দুরের মাঝখানে
ঝম ঝম করে বৃষ্টি নেমেছে
এমন হয়েছে অনেকদিন
তোমার মুখ ভেসেছে মনের ভেতরে
সেখানে শুধুই আমার মন ছিল
একাকী
কোথাও ছিলেনা তুমি কদাচ
শুধু আমি ছিলাম
শুধু আমার মন ছিল
তুমিও ছিলে
শুধু তুমি ছিলেনা কোনদিন
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
বিবিধ —৬
যা কিছু আমি চেয়েছি
আমাদের জন্য সেইসব কিছু করতে চেয়েছ তুমিও
অন্য কারো সাথে
আমার সাথে নয়
তুমি আমার স্বপ্ন ছিনিয়ে নিয়ে
অন্য কোন চোখ দিয়ে তা দেখতে চেয়েছ
সব চোখে সব স্বপ্ন আটেনা
সব হৃদয় ভালবাসেনা
তোমার হৃদয়কে শুধাও
তুমি যেমন ভালবাসোনি আমাকে
তেমনি ওরা বোঝেনা ভালবাসা কাকে বলে
তাই সেখানে গভীরতা নেই
মুখস্ত করে কি ভালবাসা যায়?
ভালবাসা কি পুস্তকে লেখা হয়?
ভালবাসা কি বিক্রি হয়
দালালের মাধ্যমে
আদম ব্যাপারীর খাটালে?
অথবা কোন রুপসীর স্তনে?
ভালবাসা হৃদয়ে থাকে
সবার ভালবাসা সবার হৃদয়ে আটেনা
সব হৃদয় ভালবাসেনা