ইসলাম ডেস্ক: ডা. জাকের নায়েক কেন পাঞ্জাবি বা সুন্নতি পোশাক পরেন না- এক নারী এমন একটি প্রশ্ন করলে বিষটি আলোচনায় আসে। এরপর ‘ডা. জাকির নায়েক এর উন্মুক্ত প্রশ্নোত্তরসমূহ’ নামের ফেসবুক পেজ থেকে ওই প্রশ্নকারীর প্রশ্নের প্রেক্ষিতে জবাব দেয়া হয়েছে। ওই পেজে দেয়া সেই উত্তরটি হুবুহু দেয়া হলো-
উত্তর: বোন আপনি সঠিক বলেছেন, ডা জাকির নায়েক নিঃসন্দেহে একজন দীনের দা’য়ী, একজন দা’য়ী ইলাল্লাহ। ডা জাকির নায়েক সুন্নতি পোশাক পরেন না, এমন কথা আমার জানা নেই। আমার জানা মতে তিনি সুন্নতি পোশাক পরেন। আমার জানা মতে কুরআন সুন্নাহ অনুযায়ী সুন্নতি পোশাক হোলঃ
ক। সুন্দর ও পবিত্র-পরিচ্ছন্ন পোশাক।
খ। ছতর আবৃত করে এমন পোশাক।
গ। টাখনুর উপরে পরিহিত পোশাক।
ঘ। দাড়ি।
ঙ। টুপি।
চ। নিষিদ্ধ নয় এমন পোশাক। যেমন- রেশমি পোশাক, সোনা খচিত পোশাক, নারীর পোশাক।আমার জানা মতে তিনি সুন্নতি পোশাকের সবগুলো শর্ত পূরণ করেই পোশাক পরেন।
সুন্নতি পোশাকের শর্ত সমূহ:
শর্ত নং-১, পোষাকের প্রথম শর্ত, পোষাক পুরুষের নাভি থেকে হাটু পর্যন্ত ঢাকতে হবে। ( সুনানে তিরমিজি, ৫/১১০)।
শর্ত নং-২, পোষাক পাতলা ও অাটোসাটো হবে না। ( হাইসামী, মাযমাউয যাওয়াইদ, ৫/১৩৬, এই পৃঃ দুটি হাদিস বর্ণিত হয়েছে, মুসান্নাফে ইবনে অাবি শাইবা, ৫/১৫৭, ইবনু সাদ, অাত তাবাবাত, ৫/১৯১, ৩২৮) ।
শর্ত নং-৩, পুরুষরা মেয়েদর পোষাক ও নারীরা পুরুষের পোষাক পরতে পারবে না। ( অাবু দাউদ, ৪/৬০, হাকিম, অাল মুসতাদরাক, ৪/২১৫, হাইসামী, মাওয়ারিদুয যামঅান, ৪/৪৫০, বুখারি, ৫/
২২০৭,তাবারানি, অাল মু ‘জামুল অাউসাত,৪/২১২, মুসনাদে অাহমাদ, ২/৯৫৬)।
শর্ত নং ৪, পোষাক অহংকারী হতে পারবে না। ( অাবু দাউদ, ৪/৪৩, ইবনে মাজাহ, ২/১১৯২, ১১৯৩)। পুরুষরা রেশমি পোষাক পরতে পারবে না। ( নাসাঈ, ৮/১৬১, বুখারি, ৫/২২০২, সহিহ মুসলিম, ৩/১৬৩৫, বুখারি, ১/৩০২, ৫/২১৯৪)।
শর্ত নং ৫, পোষাক টাকনুর নিচে যাবে না। ( বুখারি, ৫/২১৮২, অাবু দাউদ, ৪/৫৯, বুখারি, ৩/১৩৪০, ইবনে হিব্বান, ১২/২৬২, অাবু দাউদ, ১/১৭২) ।
অনেকে আবার ডা, জাকের নায়েকের টাই পরাকে খ্রিস্টানের ক্রুসের প্রতীক বা পোশাক বলে থাকেন। এ বিষয়ে সঠিক উত্তর হলো-
.
উত্তর: টাই খ্রিষ্টানদের ক্রুসের প্রতীক হবে কেন? টাই একটি পোশাক। এর সাথে খ্রিষ্টানদের ক্রুসের কোন সম্পর্ক নেই। পোশাক হিসেবে প্যান্ট, শার্ট, টাই -এগুলোর সাথে ইসলামের কোন বিরোধ নেই। এ নিয়ে জ্ঞানী মুসলিমদের মধ্যে কোন মতভেদও নেই। আর কেউ মতভেদ করলেও এগুলো সুন্নতি পোশাক হবার ক্ষেত্রে কোন ব্যত্যয় ঘটবে না। মতভেদ আরও বড় বড় বিষয় নিয়েও হয়।
Rabiul Awal Sarkar liked this on Facebook.
Jafar Khan liked this on Facebook.
Nirob Khan liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Ðrêãm Wêãvêr Sûjõñ liked this on Facebook.
Sara Khan liked this on Facebook.
Muazzem H. Sayem liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.
Rahamat Repon liked this on Facebook.
Roman Mir liked this on Facebook.
Sadikur Rahman Shepon liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Md Shahan Amin liked this on Facebook.
Surmin Begum liked this on Facebook.
MH Ripon liked this on Facebook.
MD Monir liked this on Facebook.