ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখ-ে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনের কাছে ৫০ বছর বয়সী ফালাহ আবু মারিয়া নামের ওই ব্যক্তির বুকে গুলি করে ইসরাইলি সেনারা। এ ঘটনার সময় বেইত ওমর গ্রামে নিজ বাড়িতে ছিলেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে এ ধরনের দ্বিতীয় হত্যাকা-ের ঘটনা এটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেশীরা বলছেন, আবু মারিয়া তার বাড়ির নিচতলায় কি ঘটছে, সেটা জানতে দৌড়ে দ্রুত নিচে নামেন। ইসরাইলি সেনারা তার ২৪ বছর বয়সী পুত্র মোহাম্মদকে গ্রেপ্তার করতে ঢুকেছিল। মোহাম্মদের পায়েও গুলি করে তারা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে মোহাম্মদ। ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, নিরাপত্তা সংক্রান্ত অপরাধের কারণে সন্দেহভাজন হিসেবে মোহাম্মদকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
এ সময় বিক্ষুব্ধ জনতার সহিংস রোষের মুখে পড়ে সেনারা। ইসরাইলি এক সেনা সদস্যের ওপর এক ব্যক্তি হামলা চালালে তার পায়ে গুলি করা হয়। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি। তবে ওই মুখপাত্র আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে না পারলেও, তিনি জানিয়েছেন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিতে আহত হয়েছেন মোহাম্মদ। ঘটনাস্থল ত্যাগ করার সময় ফের জনতার রোষের মুখে পড়ে ইসরাইলি সেনারা। তারা তাদের লক্ষ্য করে পাথর ও ইট নিক্ষেপ করতে থাকে। সেনারা এর জবাবে উস্কানি দেয়ার মূল হোতার দিকে গুলি ছোড়ে। পাথরের আঘাতে এক সেনা সামান্য আহত হয়েছেন বলে জানান ইসরাইলি সেনাবাহিনীর ওই মুখপাত্র।
আতিক/প্রবাস
Shyed Ahmed Murad liked this on Facebook.
অস্থায়ী পার্লামেন্ট liked this on Facebook.
Atikur Rahman liked this on Facebook.
Md Arshed liked this on Facebook.
Jahangir Kabir liked this on Facebook.
Shajahan Mohammed liked this on Facebook.
Kawsar Ahmed liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Laltu Hossain liked this on Facebook.
Surmin Begum liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.
Muazzem H. Sayem liked this on Facebook.
MD Monir liked this on Facebook.