হামাসের নেতা খালেদ মেশালের সাথে সৌদি বাদশাহর ঐতিহাসিক বৈঠক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ফিলিস্তিনের যোদ্ধা সংগঠন হামাসের নেতা খালেদ মেশাল সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা একত্রে নামাজ আদায় করেছেন এবং পরস্পরের সঙ্গে করমর্দন করেছেন বলেও নিশ্চিত করেছে হামাসের একটি সূত্র ও হামাসের সঙ্গে সম্পর্কিত একটি ওয়েবসাইট। খালেদ মেশালের সঙ্গে ফিলিস্তিনের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন। তারা বাদশাহ, যুবরাজ, উপ-যুবরাজ ও অন্যান্য সিনিয়র সৌদি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা।

হামাসের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ফিলিস্তিনের ঐক্য এবং ওই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে প্রতিনিধিবর্গ। ওই সূত্রে বলা হচ্ছে, এ আলোচনার ফলে হামাস ও সৌদি আরবের মধ্যকার সম্পর্কোন্নয়ন ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হামাসের ওয়েবসাইটে বলা হয়, খালেদ মেশাল ও সৌদি বাদশাহ মক্কায় একসঙ্গে নামাজও আদায় করেছেন এবং করমর্দন করেছেন। ২০০৭ সাল থেকে গাজা উপত্যকা শাসন করছে হামাস। জানুয়ারিতে বাদশাহ সালমান যখন সৌদি আরবের সিংহাসনে আরোহণ করলেন, তখন থেকে হামাস ও সৌদি আরবের সম্পর্ক ভালো হতে শুরু করে।

আতিক/প্রবাস

৩০ thoughts on “হামাসের নেতা খালেদ মেশালের সাথে সৌদি বাদশাহর ঐতিহাসিক বৈঠক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.