কিশোরগঞ্জের পল্লীতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদ করায় স্কুলছাত্রীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে অভিযুক্ত ধর্ষক ও তার সহযোগীরা। এ ঘটনায় থানায় এজাহার দেয়া হলেও অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এ অবস্থায় ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত ধর্ষক ও হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সদরের কর্শাকড়িয়াইল ইউনিয়নের সেহড়া গ্রামের রাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন।
এজাহারে উল্লেখ করা হয়, সেহড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আল আমিন (২২) প্রতিবেশী ওই স্কুলছাত্রীর সঙ্গে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সূত্রে আল আমিন প্রায় সময়েই স্কুলছাত্রীর অভিভাবকদের বাড়িতে অনুপস্থিতির সুযোগে ছাত্রীর সঙ্গে গল্প-গুজব করতো। গত ১৬ই জুলাই রাতে ছাত্রীর বাড়িতে গিয়ে আল আমিন একইভাবে গল্প-গুজবে মেতে ওঠে। একপর্যায়ে আল আমিন তার সঙ্গে থাকা ছুরির মুখে জিম্মি করে ছাত্রীকে ধর্ষণ করে। এ সময় ছাত্রীর কান্নাকাটির পরিপ্রেক্ষিতে আল আমিন তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে বাড়ি থেকে চলে যায়।
ধর্ষণের বিষয়টি ওই ছাত্রী পরিবারের লোকজনকে জানালে তারা এলাকাবাসীর কাছে বিচারপ্রার্থী হয়। বিষয়টি জানতে পেরে আল আমিন ক্ষিপ্ত হয়ে গত ১৯শে জুলাই ঈদের পরদিন দুপুরে তার ৮-১০ সহযোগী নিয়ে ছাত্রীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ছাত্রীর মা ও ভাইকে পিটিয়ে আহত করে এবং বসতবাড়ি ভাঙচুর ও জিনিসপত্র তছনছ করে চলে যায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, এজাহার দেয়ার পর থানার এসআই হুমায়ুন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে এসেছেন। তদন্তের ভিত্তিতে এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আতিক/প্রবাস
Toriquzzaman Khan liked this on Facebook.
Akramul Hoque liked this on Facebook.
Faisal Ahmed liked this on Facebook.
Munna Monirul Islam liked this on Facebook.
Kawsar Ahmed liked this on Facebook.