লিবিয়ায় আইএসের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লিবিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) গুলিতে মোসলেহ উদ্দিন (৩০) ও আরিফুর রহমান সিদ্দিক (২৮) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামের লিবিয়া প্রবাসী রফিকের মাধ্যমে ওই মোহলেহ উদ্দিনের বাড়ির লোকজন তার মৃত্যু সংবাদ জানতে পারে। এরআগে, মঙ্গলবার দুপুরে লিবিয়ার নিয়ার আজদাবিয়া শহরে এ ঘটনা ঘটে।

নিহত মোসলেহ উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্রামে এবং আরিফুর রহমানের বাড়ি বরিশাল জেলায়।

মৃত্যুর খবর পাওয়ার পর নিহত মোসলেহ উদ্দিনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিজ সন্তানের মৃত্যুর খবরে পরিবারের সদস্যরা নাওয়া-খাওয়া বন্ধ করে কান্নায় ভেঙে পড়ছেন। নিহতের স্বজনদের দাবি, সরকারি ব্যবস্থাপনায় যেন তার লাশ দ্রুত দেশে আনা হয়।

মোসলেহ উদ্দিনের বড় ভাই মোতালিব জানান, গত তিন বছর ধরে তিনি লিবিয়ার আল কুফরা সিটিতে বসবাস করতেন। ঈদের ছুটিতে মঙ্গলবার দুপুরে তিনিসহ অপর তিন বন্ধু লিবিয়ার আরেক শহর নিয়ার আজদাবিয়ায় ঘুরতে যান। পরে সেখানে গিয়ে চার বন্ধুই আইএস জঙ্গিদের কবলে পড়েন।

এক পর্যায়ে আইএস জঙ্গিদের কবল থেকে পালানোর চেষ্টা করলে গুলিতে মোসলেহ উদ্দিনসহ বরিশালের আরিফুর রহমান সিদ্দিক নামে আরেক যুবক নিহত হয়। সেখান থেকে মোসলেহ উদ্দিনের দুই বন্ধু প্রাণে বেঁচে যায়। এসব ঘটনা মোবাইল ফোনের মাধ্যমে সরাইলের রফিক তাদেরকে জানায় বলেও জানান মোতালিব।

স্থানীয় নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিজ মিয়া জানান, মোসলেহ উদ্দিনের পরিবারের সদস্যদের মাধ্যমে তিনি দুঃসংবাদটি জানতে পারেন। এ খবর পাওয়ার পর থেকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মোসলেহ উদ্দিনের লাশ ফিরিয়ে আনার ব্যাপারে তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও জানালেন চেয়ারম্যান।

৯ thoughts on “লিবিয়ায় আইএসের গুলিতে ২ বাংলাদেশি নিহত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *