ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী শুনানির জন্য ৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
খালেদা জিয়ার উপস্থিতিতে বৃহস্পতিবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী দুদকের উপপরিচালক হারুন অর রশিদকে আসামিপক্ষের আংশিক জেরা শেষে আদালত এই দিন ধার্য করেন।
রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
আজ বৃহস্পতিবার আদালতে শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী হারুন অর রশিদকে জেরা পেছানোর আবেদন জানান খালেদার আইনজীবীরা। তারা আবেদনে উল্লেখ করেন, সাক্ষীর সাক্ষ্যগ্রহণ বাতিল চেয়ে করা আবেদন সম্প্রতি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে তারা আপিল বিভাগে লিভ টু আপিল করবেন। কিন্তু আদেশের কপি পাওয়া যায়নি বলে উল্লেখ করে জেরা স্থগিতের আবেদন জানান আইনজীবীরা।
আদালত আবেদনটি নথিভুক্ত করে আগামী ধার্য তারিখের আগেই উচ্চ আদালতে শুনানি শেষ করার আদেশ দেন।
অন্যদিকে জামিনে থাকা দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের জামিন স্থায়ী করার আবেদন জানান তাদের আইনজীবী। এ আবেদন মঞ্জুর করেন আদালত।
১৮ জুন একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও হারুন অর রশিদকে জেরার দিন ধার্য ছিল। তবে হাইকোর্টে ওই সাক্ষীর সাক্ষ্য বাতিল ও নতুন করে সাক্ষ্য গ্রহণের জন্য করা আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবির আবেদন জানান খন্দকার মাহবুব। এর পরিপ্রেক্ষিতে বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার ২৩ জুলাই পর্যন্ত সাক্ষ্য কার্যক্রম মুলতবি করেন।
১৮ জুন এ দুই মামলায় হাজিরা দিতে খালেদা জিয়া আদালতে যান।
Neamul Hassan Sojib liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Ishaque Meah liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.
Idris Mazi liked this on Facebook.
Surmin Begum liked this on Facebook.