এতিম লাকি হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বধূ সাজে মিয়েটির নাম লাকি আক্তার , চাঁদপুর জেলার ফরিদগন্জ থানার পশ্চিম রুপসা গ্রামের ছটকি বাড়ির । মৃত জয়নাল আবেদীন রতনের একমাত্র কন্যা লাকী আক্তার। ছোটবেলাতেই পিতা মাতাকে হারিয়ে একমাত্র প্রতিবন্ধী ছোট ভাইকে নিয়ে আত্মীয় স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় বড় হয়ে উঠে। আয়ের এক মাত্র উৎস এলাকার মানুষের দান খয়রাত আর মৃত বাবার পেনশন ।
গত ২ বছর পূর্বে একই উপজেলার হাঁসা গ্রামের নূর মোহাম্মদ ওরফে নুর ইসলাম-এর ছেলে নুরুজ্জামান পলাশ ওরফে পরেশ এর সাথে ইসলামী শরিয়াহ্ মোতাবেক বিবাহবন্ধনে অবদ্ধ হয়। বিয়ের সময় স্বামী পরেশ কর্মসংস্থানের জন্য বিেেদশে যাওয়ার কথা বলে যৌতুক দাবি করলে এলাকাবাসীর সহযোগিতা করে ১ লক্ষ টাকা যৌতুক দেয়।
১ লক্ষ টাকার সমাপ্তি পর্যন্ত এলাকায় অবস্থানের পর স্ত্রীকে নিয়ে ঢাকায় পাড়ি জমায় পরশ।ঢাকার আশুলিয়া পল্লীবিদ্যুতের কবরস্থানরোড এলাকায় একটি টিনের ঘর ভাড়া নেয় এবং লাকী আক্তার ফোর ইয়াং ডাইং গার্মেন্টসে সুইং অপারেটর হিসেবে পোশাক কারখানায় চাকুরী নিয়ে সংসার চালানোর দায়িত্ব নিজ কাঁধে তুলে নেয়।
আর তার বখাটে স্বামী নুরুজ্জামান পলাশ ওরফে পরেশ নেশার জগত নিয়ে ব্যস্ত থাকে। টাকার প্রয়োজন হলেই স্ত্রীকে মারধর করে যৌতুক দাবি করাই ছিল তার প্রধান কাজ।

01
সবাই যখন ঈদের আনন্দ নিয়ে ব্যস্ত ঠিক তখনই ১৭ জুলাই শুক্রবার গভীর রাতে যৌতুকের দাবিতে লাকীকে পরেশ কয়েক দফা মারধর করে। এক পর্যায়ে গভীর রাতে ঘাতক স্বামী তার মৃত্যু নিশ্চিত করে লাশ বিছানায় রেখে ভোরে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়ির কেয়ারটেকার এর সন্দেহ হলে আশপাশের লোকজনকে ডেকে দরজা খুলে দেখে তার স্ত্রী’র মৃতদেহ বিছানায় পড়ে আছে। পরশ কে আটক করে থানায় দেওয়া হয় ।
ঈদের দিন দুপুর ১টায় তার লাশ বাবার বাড়ি রূপসাতে এসে পৌঁছে। সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এবিষয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে মামলা নং ০৬/১৮-০৭-১৫। এ ঘটনায় পাষণ্ড ঘাতক স্বামীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান এলাকাবাসী ।
হতদরিদ্র পরিবারের এতিম এ মেয়েটির শোকে ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের লোকজন শোকাচ্ছন্ন। সুদূর ফরিদগঞ্জ থেকে গাজীপুর এসে মামলা তদারকি হয়তো একদিন থেমে যাবে , আজকের আবেগ পানসে হয়ে যাবে । পড়েশ একদিন জেল থেকে বর হবে । কোন কন্যা দায়গস্থ পিতা তার শেষ অবলম্বন সহ তুলে দিবে নিজ কন্যাকে । পরশ টাকা পেয়ে ব্যাস্ত হয়ে যাবে নেশার জগৎতে । ততদিনে সব ভুলে যাব আমরা , ফরিদগঞ্জ বাসী ব্যাস্ত হবে নিজ নিজ কর্মে ।
তবে ইতিহাস অন্যরকমও হতে পারে । অসহায় , এতিম এই পরিবারের পাশে দাঁড়িয়ে সাজা নিশ্চিত করতে পারেন খুনির , তা দেখে সতর্ক হবে অনেকে , লাকি আক্তারের আত্বা একটু হলেও শান্তি পাবে , বুদ্ধি প্রতিবন্ধী ভাইটি বেঁচে যাবে । গাজীপুর বাসী , আইনজীবী সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছেন ফরিদগঞ্জ এলাকাবাসী।

৪৩ thoughts on “এতিম লাকি হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *