শয়তানেরা চলে গেলে বিএনপি ভাঙবে নাঃ মেজর আখতারুজ্জামান

সরকারের একটি মহল বিএনপি ভাঙতে তৎপর তার আলামত ইতিমধ্যেই দৃশ্যমান। বর্তমান জগাখিচুড়ি সরকারে অনেক দল ছুট দল ভাঙ্গা নেতা মন্ত্রী আছে যারা সবসময়ই ভাঙাগড়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকে। ঐ ষড়যন্ত্রকারীদের মুল লক্ষ্য হলো আরো বেশী দলছুটদের সরকারে নিয়ে এসে সরকারের রাজনৈতিক ভারসাম্যটি নষ্ট করে দেয়া।

বিভিন্ন দল থেকে আসা এই সকল মন্ত্রীদের অতীত পর্যালোচনা করলে দেখা যাবে ওরা সবাই কোন না কোন একসময় আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু বিরোধী রাজনীতি করেছে। এই সকল দলছুট মন্ত্রীদের সঙ্গে সরকারের মুল দলের বা অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে খুব একটা ভাল সম্পর্ক নাই। এই সব দল ছুট মন্ত্রীরা সরকারে খুব প্রভাবশালী হলেও মাঠে ময়দানে বা রাজনীতিতে তাদের কোন প্রভাব নাই। বিরোধীদলের দলের বিরোধ্যে বড় বড় বক্তৃতা দিলেও বিরোধীদলের নেতা কর্মীদের সঙ্গে তাদের মিল মহব্বত অনেক বেশী। তাই সব সময় এই সকল দল ছুট মন্ত্রীদের মুখে শুনা যাবে বিএনপি ভেঙ্গে যাচ্ছে, জামাত ভেঙ্গে যাছে, মন্ত্রীপরিষদ রদবদল হছে, অমুক মন্ত্রী বাদ পড়ছে, অমুক নতুন মন্ত্রী হচ্ছে।

ঐ সকল দল ছুট মন্ত্রী নেতারা সব সময় খালেদা জিয়া ও তারেককে গালাগালি করবে, খালেদা জিয়ার জেল হবে, খালেদা জিয়াকে কাসিমপুর জেলে পাঠানো হবে, তারেক রহমানকে ধরে দেশে নিয়ে আসবে, তারেক রহমানের ফাঁসী হবে ইত্যাদি বড় বড় বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়াবে। দল ভাঙ্গার আষাঢ়ে গল্প করে মিডিয়াকে মাতায়ে রাখবে এই সকল দুর্নীতিবাজ দলছুট মন্ত্রী ও কালো বেড়াল মার্কা নেতারা।

আতিক

৩৯ thoughts on “শয়তানেরা চলে গেলে বিএনপি ভাঙবে নাঃ মেজর আখতারুজ্জামান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *