ঢাকা: ভিন্গ্রহীরা কি সত্যিই আছে? এর উত্তর খুঁজতে ইতিহাসের সব থেকে বড় অনুসন্ধান শুরু হল সোমবার। আর এর প্রধান উদ্যোক্তা ব্রিটিশ বৈজ্ঞানিক স্টিফেন হকিং। এই অনুসন্ধান চলবে আগামী ১০ বছর।খরচ হবে আনুমানিক ১০ কোটি ডলার।
লন্ডনের রয়্যাল সোসাইটি সায়েন্স একাডেমিতে নতুন এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে হকিং বলেন, ‘এই অসীম মহাকাশে কোথাও না কোথাও প্রাণের অস্তিত্ব রয়েছেই। মহাকাশ থেকে হয়তো অনেক উন্নত কোনও জীব প্রতিনিয়ত আমাদের লক্ষ্য করছে। ভিন্গ্রহীরা সত্যিই রয়েছে কিনা, এখন এর থেকে বড় কোনও প্রশ্ন আছে বলে মনে হয় না। এখন সময় এসেছে এর উত্তর খোঁজার। পৃথিবী ছাড়াও এই মহাকাশে কোথাও প্রাণের অস্তিত্ব আছে কিনা আমাদের সেটা জানা উচিত।’
ভিনগ্রহীদের খুঁজতে ব্যবহার করা হবে এক বিশেষ ধরনের স্ক্যান। এগুলো অনেক বেশি সিগনালকে ধরতে সক্ষম। পৃথিবীর নিকটতম ১০০টি গ্যালাক্সিতে এই স্ক্যান করা হবে। এ সব গ্যালাক্সিতে অনেক গ্রহ রয়েছে যার গঠন এবং প্রকৃতি অনেকটা পৃথিবীরই মতো। ফলে প্রাণের অস্তিত্ব থাকাটা আশ্চর্য নয়।
এই অনুসন্ধান কাজে বিশ্বের সব থেকে বড় টেলিস্কোপগুলি ব্যবহৃত হবে। যা দিয়ে মহাকাশের বিভিন্ন প্রাণ্তে রেডিও স্পেকট্রাম এবং লেজার সিগনাল খোঁজা হবে।
অনুসন্ধান প্রকল্পে অর্থ যোগাচ্ছেন রুশ ধনকুবের ইউরি মিলনার। তিনি বলেন, ‘এই অনুসন্ধান এখনও পর্যন্ত ইতিহাসের সব থেকে বড় অভিযান। মহাকাশে প্রাণের অস্তিত্ব খোঁজার যে প্রয়াস তা নতুন মাত্রা পাবে এই অভিযানে। এটা ভাবার প্রয়োজন নেই যে, আমাদের থেকে অনেক উন্নত প্রাণীদের অস্তিত্বের সন্ধান মিলবে। তারা অনুন্নতও হতে পারে।’
ব্রিটিশ মহাকাশচারী মার্টিন রিস বলেন, ‘এটা এক কথায় একটা জুয়ার মতো। সম্ভাবনা খুবই কম। কিন্তু যদি সত্যিই কিছুর সন্ধান মেলে তা হলে এর থেকে বড় খোঁজ আর হতে পারে না।’
Md Rushu liked this on Facebook.
Omar Faruk Sagor liked this on Facebook.
Kmma Kafi liked this on Facebook.
RJ Hridoy Khan liked this on Facebook.
Imam Uddin liked this on Facebook.
Nasir Uddin Khan liked this on Facebook.
Moin Ahmed liked this on Facebook.
Surmin Begum liked this on Facebook.