ঢাকা: রাজধানীর উত্তর ধানমিণ্ডতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। তার নাম শারাবান তাহুরা তুহিন (২৬)।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে। শোবার ঘরের সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তুহিন স্বামী আব্দুল মোমেন সরকারকে নিয়ে ১৪/৭ উত্তর ধানমণ্ডি কলাবাগান এর ৫ম তলায় থাকতেন। তাদের দেশের বাড়ি দিনাজপুর সদরের সুইহাড়ি কলেজ পাড়া এলাকায়।
তুহিনের স্বজনরা জানান, ৮ বছর আগে তারা ( তুহিন ও মোমেন) ভালবেসে বিয়ে করেন। তারা নিঃসন্তান ছিলেন। দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের জের ধরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি। তা ছাড়া এমনিতেও তুহিন মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানান স্বজনরা। মঙ্গলবার রাতে দরজা বন্ধ করে শোবার ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। খবর পেয়ে কলাবাগান থানার এসআই শামীম আহদে মঙ্গলবার রাত ১টার দিকে এসে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেন।
রাতেই তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
HN Mahfuj liked this on Facebook.
B H Mahi Biswas liked this on Facebook.
Omar Faruk Sagor liked this on Facebook.
Ariful Islam Jony liked this on Facebook.