অস্ত্রসহ আ.লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

অস্ত্রসহ পূর্ব বগুড়ার ত্রাস শুভসহ আওয়ামী লীগ-যুবলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে।

মঙ্গলবার রাতে বগুড়া-সারিয়াকান্দি সড়কের ছাতিয়ানতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বগুড়া শহর আওয়ামী লীগের সদস্য জামিল আহম্মেদ শুভর নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রাইভেটকারে গাবতলীতে কিলিং অপারেশনে গেছে এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল বগুড়া-সারিয়াকান্দি সড়কের ছাতিয়ানতলা এলাকায় ওৎ পেতে থাকে। রাত আনুমানিক ২টার দিকে সন্ত্রাসীরা গাবতলী থেকে ফেরার পথে গোয়েন্দা পুলিশ তাদের গতিরোধ করে প্রাইভেটকারে থাকা আওয়ামী লীগ নেতা শুভ ও তার সহযোগী যুবলীগ কর্মী আব্দুল হাদী, আনোয়ার হোসেন (রানা), মনিরুজ্জামান মনি, রাজিব সুলতান ও সুরুজ মিয়াকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড তাজা গুলি ও ৪টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বেলা ১২টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেপ্তাকৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শুভ যুবলীগ নেতা নাসিম ও শ্রমিক লীগ কর্মী রঞ্জু হত্যা মামলার প্রধান আসামি ছিল।

৬ thoughts on “অস্ত্রসহ আ.লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *