প্রতারণা চক্র-১

প্রতারকের নামঃ প্রতারক আনোয়ার পারভেজ  রুবেল।
প্রতারক আনোয়ার পারভেজ রুবেলের আসল রুপ এখানে
প্রতারকের বাবার নামঃ প্রাক্তন প্রতারক জাফর আলম।
প্রতারকের দুই ভাইঃ  প্রতারক ওমর পারভেজ ও রায়হান পারভেজ সোহেল
গ্রামঃ ইউছুপেরখীল ।
জেলাঃ কক্সবাজার।
ঠিকানাঃ হায়িসং বিডি লিমিটেড, হিজলতলী(বড়ইপাড়া), কালিয়াকৈর, গাজীপুর।
Haesong BD Limited. (Yarn Dyeing Factory)
Haesong Complex, Hizalhati(Baroipara),Kaliakair, Gazipur, Bangladesh
Phone:880-6822-52110, 52115, 51990~91, 52149, 52150
Email : dyeing@haesongbd.com
প্রতারকের বিরুদ্ধে সমাজের সবাইকে সচেতন করুন। সমাজে প্রতারণার হার কমাতে সাহায্য করুন। কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁওয়ের ও ইউছুপেরখিল গ্রামের এক প্রতারক আনোয়ার পারভেজ।প্রতারক আনোয়ার পারভেজের বাবার নাম জাফর আলম।  বাংলাদেশ থেকে বিয়ে করে বউয়ের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে প্রতারক আনোয়ার পারভেজ লন্ডনে যায়। বউকে সেখান থেকে তালাক দিয়ে কানাডার এক মহিলাকে বিয়ে করে। সেই মহিলার টাকা মেরে দিয়ে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসে। তারপর থেকে প্রতারক আনোয়ার পারভেজ একের পর এক বিভিন্ন মানুষকে প্রতারিত করেই চলেছে। ফেসবুকে তার অনেক একাউন্ট। সেইসব একাউন্টের মাধ্যমে সে ফেসবুকের প্রবাসী বাংলাদেশীদের প্রতারণা করে। বিদেশে যেতে ইচ্ছুক মানুষদের সাথে যোগাযোগ করে এবং তাদের বিদেশে পাঠানোর লোভ দেখিয়ে তাদের থেকে টাকা নিয়ে কেটে পড়ে।
প্রতারক আনোয়ার পারভেজ Global Edu Direct এ কাজ করতো (এখনও করতে পারে)। এই মানবপাচারকারী প্রতিষ্টান গ্লোবাল এডু ডিরেক্ট আনোয়ার পারভেজের মত প্রতারক রাখে সুতারাং এরা প্রতারণা করেই বিভিন্ন মানুষকে ঠগিয়ে খায়। গ্লোবাল এডু ডিরেক্টে প্রতারক আনোয়ার পারভেজের লেখা পোস্ট ।

global edu

প্রতারিত হবার সাথে শিক্ষা অশিক্ষার কোন সম্পর্ক নাই।  যে প্রতারিত হয় তাকে নয় যে প্রতারণা করে তার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। যে প্রতারণা করেছে তার থেকে দৃষ্টি সরালে আমার মত আরো একজন প্রতারিত হবে। সে শিক্ষিত হতে পারে বা অশিক্ষিত। প্রতারক আনোয়ার পারভেজ তার এক চাচাতো ভাই সাদ্দাম নিসানের কাছ থেকেও টাকা মেরেছে।
lonlon1

চুরির অনেক মাধ্যম আছে। চুরি করার জন্য মিথ্যা বলা, চুরি করার জন্য প্রেম করা, চুরি করার জন্য ভালবাসার অভিনয় করা, চুরি করার জন্য বিয়ে করা। তারপর চুরি করা শেষ হলে তখন চুরি ক্লোজিং এ ড্যামেজ কন্ট্রোল ফেজ – চোরের মিথ্যাচার শতগুণ বৃদ্ধি পাবে। একজন প্রতারক যার বা যাহাদের কাছ থেকে চুরি করে সে বা তাহাদের সম্পর্কে  নোংরা কথা বলে নিজের নোংরা মুখ ঢাকার জন্য। সে নিজেকে জানে, নিজের চরিত্র জানে, সে সব সময় নিজের কালিমা অন্যের উপরে লেপন করে নিজেকে কলঙ্কমুক্ত করার চেষ্টায় ব্যস্ত থাকে।

চোরেরা সাড়া দেশে বীরের বেশে চুরি ও প্রতারণার রাজত্ব কায়েম করে!! চোরের বাপে বলে আমার ছেলেরা চোর কিন্তু আমি সন্মানী । চোরেরাই এখন সব মান সন্মানের এক চেটিয়ে বাজার দখল করে রেখেছে । চোরের বাপে যখন চুরি করত তখন জামানা ভাল আছিল এক জাগায় যেয়ে চুরি করলে অন্য জাগাতে কেউ সেই চুরির খবর জানতো না। এখন চোর যদি লন্ডনে বসে কানাডার কারু কাছ থেকে চুরি করে তাহলে ঢাকার কেউ বা কক্সবাজারের কেউ জানবেনা কারণ কক্সবাজারের যাদের থিকা চুরি করছে তাদের থিকা চুরি করে খুলনায় বসে থাকলে খুলনার কেউ সেটা জানবেনা। সৌদী আরব বা সংযুক্ত আরব আমিরাটসের পাবলিকের যেসব আত্মীয়স্বজন কক্সবাজারে থাকে তাদের ফুসলিয়ে যদি টাকা বের করে নেওয়া যায় তাহলে দূরে বসা শ্রমিক কিছুই করতে পারবেনা। তার কষ্টার্জিত উপার্জন কক্সবাজারের ইসলামাবাদ ইউনিয়ন কাউন্সিলের প্রাক্তন সন্মানী চেয়ারম্যানের চোর ছেলে হজম করে ফেলবে। কিন্তু ফেসবুকের মাধ্যমে সম্পর্ক করার ফলে এখন পাবলিকে কিছু কিছু তথ্য জেনে যাচ্ছে। এইসব চুরির কাহিনী সবাই এখন প্রতিদিন পড়ছে। কিভাবে তাদের কস্টার্জিত শ্রমের উপার্জন হাতছাড়া হয়ে যেয়ে প্রতারকের আরাম আয়েসের কাজে খরচা হচ্ছে। প্রতারণা করে মানুষের কস্টার্জিত টাকা মেরে দিয়ে প্রতারক আনোয়ার পারভেজ ইন্টারনেটের বিল দেয়, মোবাইলে টাকা ভরে, বিভিন্ন মেয়েদের লাঞ্চ করাতে নিয়া যায়।

প্রতারক আনোয়ার পারভেজ কারু কাছে বলে সে একজন বিলাত ফেরত এমবিএ, ব্যবসায়ী, বাপের ব্যবসা দেখাশোনা করে। কারু কাছে বলে সে একজন বিলাত ফেরত আইনজীবি। প্রতারক আনোয়ার পারভেজ বিলাতে ম্যাকডোনাল্ডসে কাজ করতো। আলু ভাজতো আর ফ্রি আলু খেয়ে খেয়ে বিশাল শরীর বানিয়ে আর কলেজে যেতে পারতোনা। কানাডার মহিলাকে বিয়া করে তাকে দিয়ে ঋন করিয়ে প্রতারক আনোয়ার পারভেজ বিলাত থেকে কলেজের ডিগ্রী ক্রয় করে ও বাকী টাকা মেরে বাংলাদেশে নিয়া আসে। প্রতারক আনোয়ার পারভেজের শিক্ষাগত যোগ্যতা বলতে যা বোঝায় তার সব ডিগ্রীই তার নীচের ফেসবুক আইডির মত ভুয়া। তার কোন শিক্ষাগত যোগ্যতা নাই। সে বিভিন্ন বই থেকে কপি করে ফেসবুকে স্টাটাস দেয়। বিভিন্ন লেখক, কবি সাহিত্যিকের লেখা চুরি করে জোড়াতালি দিয়ে নিজের বলে চালিয়ে দেয়।

প্রতারক আনোয়ার পারভেজের ফেসবুকে অনেক নামে অনেক একাউন্ট আছে। এইসব একাউন্টের ভেতর কিছু একাউন্টের লিঙ্ক ও সেইসব একাউন্টে যেসব ছবি ব্যবহার করে তা নীচে দেওয়া হলোঃ

11

প্রতারক আনোয়ার পারভেজে রুবেলের আর একটি আইডি স্বপ্নবাজ রাহাদ আগে এই আইডির নাম ছিল আইডল আইডল বা স্বপ্নরাজ রাহাদ বা প্রতারক আনোয়ার পারভেজ এই আইডিটা থেকে প্রতারক আনোয়ার পারভেজ নীচের টেক্সট মেসেজগুলো পাঠায় আমাকে । অথচ এই আইডিতে কত কবিতা, কত গান, কত ভাল ভাল কথার ফুল ঝরছে সাড়া প্রফাইল জুড়ে । এই আইডি থেকে নীচের টেক্সট মেসেজ আসতে পারে কে ভাবতে পারে। প্রতারক আনোয়ার পারভেজ ভয়ঙ্করভাবে মালটিপল পারসোনালিটি ডিসঅর্ডারে ভোগে । তার কুৎসিত কদাকার, লোভী আর নোংরা মন ঢাকার জন্য সে সারা রাজ্যের সব গান, ফুল, কবিতার পাহাড়ের নীচে লুকাতে চায় কিন্তু তার ভেতরে এত গভীর নর্দমা যা জন্মগত সেকারনেই সেই নর্দমা কিছুতেই ঢেকে রাখতে পারেনা
filthyfilthy1
প্রতারক আনোয়ার পারভেজ রুবেল তার প্রফাইলে সুন্দর চেহারার ছেলেদের ছবি লাগায়। তার নিজের কুৎসিত ব্রণ আর পূজ ভরা মুখ দেখে মেয়েরা হয়তো ঘৃনা করে। পুঁজের মতই কদাকার তার মন। তার বিশাল দেহ দেখে হয়তো মেয়েরা ঘৃনা করে তাই প্রফাইল ছবিতে স্লিম, সুন্দর চেহারার ছেলেদের বা মুভিস্টারের ছবি লাগিয়ে রাখে। অথবা পেইন্টিং লাগিয়ে রাখে। স্বপ্নরাজ রাহাদ (আইডল বা অন্য নাম বদল হতে পারে)

নুরা পাগলা এই আইডি থেকে প্রতারক আনোয়ার পারভেজ আমার সাথে যোগাযোগ করে।
নুরা পাগলা এই আইডি থেকে প্রতারক আনোয়ার পারভেজ আমার সাথে যোগাযোগ করে।

প্রতারক আনোয়ার পারভেজের ঠিকানা দিচ্ছিলাম প্রতারক আনোয়ার পারভেজের ভুয়া আইডিকে

৩ thoughts on “প্রতারণা চক্র-১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *