চট্টগ্রামে কলেজ ছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে আপলোড করে চাঁদা দাবির অভিযোগে শুভ দাশ নামে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
ওই ছাত্রীর পরিবার থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ মঙ্গলবার দুপুরে তাকে আটক করে।
শুভ দাশ পাহাড়তলী চক্ষু হাসপাতালের কর্মচারি।
এ প্রসঙ্গে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভির আরাফাত বলেন, ‘এক কলেজ ছাত্রীর ছবি বিকৃত করে পাহাড়তলী চক্ষু হাসপাতালে ক্লিনার শুভ ফেসবুকে আপলোড করেছেন। পরে ছবি সরিয়ে নেয়ার জন্য ছাত্রীর বাবাকে ফোন করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। এরকম অভিযোগ পেয়ে আমরা অভিযুক্ত শুভকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে এসেছি।’
AK Azad liked this on Facebook.